প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন শাকিব খান। সেখানে ছোট ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। সঙ্গে আছে প্রাক্তন স্ত্রী ও বীরের মা বুবলী।
সম্প্রতি তাদের একসঙ্গে ঘোরাঘুরির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ছোট ছেলের সঙ্গে সময় কাটালেও বড় ছেলে আব্রাম খান জয়ের অভাব অনুভব করছেন এই নায়ক।
শনিবার (৯ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক স্টোরিতে জয়ের একটি ছবি শেয়ার করেন শাকিব খান। ছবির ওপরে তিনি লেখেন— “মিস ইউ পাপা”।
দুই ছেলেকে সমান ভালোবাসেন শাকিব খান। যুক্তরাষ্ট্রে বীরকে কাছে পেলেও জয় থেকে দূরে থাকায় আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি!
এর আগে, শুক্রবার নিজের ফেসবুক পেজে শাকিব খান জানান, বড় পর্দায় বড় স্বপ্ন নিয়ে কাজ করছেন তিনি। তার ভাষায়, “এই সময়ের নীরবতা মানে কোনো শূন্যতা নয়; বরং বড় কিছু ঘটার অপেক্ষা।”
খুব শিগগিরই সাহসী, স্মরণীয় ও আইকনিক কিছু নিয়ে দর্শকদের সামনে ফেরার ইঙ্গিতও দিয়েছেন এই নায়ক।