Advertisement

১৫ বছর বয়সে ইতিহাস, এমি জিতলেন কিশোর অভিনেতা

ভোরের কাগজ

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

কিশোর অভিনেতা ওয়েন কুপার। ছবি : সংগৃহীত
কিশোর অভিনেতা ওয়েন কুপার। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ৭৭তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস। স্থানীয় সময় রোববার পিকক থিয়েটারে বসা এই আসরে ইতিহাস গড়েছেন কিশোর অভিনেতা ওয়েন কুপার। মাত্র ১৫ বছর বয়সে এমি জয় করে তিনি হয়ে গেলেন অনুষ্ঠানের সবচেয়ে কনিষ্ঠ বিজয়ী।

নেটফ্লিক্সের আলোচিত মিনি সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেন তিনি। সিরিজটির চার পর্বের শুটিং হয়েছিল যখন ওয়েনের বয়স ছিল মাত্র ১৪। ইংল্যান্ডের ওয়ারিংটনে জন্ম নেওয়া এই কিশোর এত অল্প বয়সেই আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন।

পুরস্কার হাতে নিয়ে আবেগাপ্লুত ওয়েন কুপার বলেন, এটা শুধু আমার জন্য নয়, আমার পরিবার ও আপনজনদের জন্যও অনেক বড় ব্যাপার। আমি কখনো ভাবিনি আমেরিকায় এসে অভিনয় করব। তিন বছর আগেও আমি কিছুই ছিলাম না, আর এখন এই মঞ্চে দাঁড়িয়ে আছি—এটা সত্যিই স্বপ্নের মতো।

সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এর কাহিনি আবর্তিত হয়েছে এক কিশোরীর ছুরিকাঘাতের ঘটনা এবং মাত্র ১৩ বছর বয়সী এক সন্দেহভাজন ছেলের গ্রেপ্তারকে ঘিরে। এতে দেখানো হয়েছে কিভাবে সামাজিক মাধ্যমে কিশোরদের মধ্যে নারী বিদ্বেষ ছড়িয়ে পড়ছে। সমালোচকদের মতে, সিরিজটির নির্মাণশৈলী ও বিষয়বস্তু সময়োপযোগী ও সাহসী।

ওয়েন কুপারের পাশাপাশি অ্যাডোলেসেন্স থেকে আরো সাফল্য এসেছে। সিরিজটির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন স্টিফেন গ্রাহাম। অন্যদিকে সেভরেন্স সিরিজের তারকা ট্রামেল টিলম্যান ও ব্রিট লোয়ারও পেয়েছেন বড় দুটি সম্মাননা। এ ছাড়া দ্য পিট ও দ্য স্টুডিও বছরের শুরুতে বিজয়ী তালিকায় যুক্ত হয়।

Lading . . .