Advertisement

‘আকা’ হয়ে ফিরছেন নিশো

মানবজমিন

প্রকাশ: ১১ আগস্ট, ২০২৫

24obnd

ওটিটি দর্শকদের জন্য আসছে এক নতুন ধাঁচের থ্রিলার ‘আকা’, যেখানে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। এ নির্মাতা-অভিনেতার অসাধারণ কেমিস্ট্রি ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে একাধিক কনটেন্টে। এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী নাবিলা, ওটিটিতে এটাই তার প্রথম সিরিজ। সিরিজ নিয়ে ভিকি জাহেদ বলেন, ‘আকা’ নির্মাণ আমার কাছে খুবই ইমোশনাল এক জার্নি। আগে অনেক থ্রিলার নির্মাণ করেছি, কিন্তু এই প্রথম একটা সোশ্যাল থ্রিলার নির্মাণ করলাম। ‘আকা’র মাধ্যমে আমি আসলে দর্শকদের সঙ্গে একটা এক্সপেরিমেন্ট করেছি। এর মধ্যে বড় পর্দায় ২টি হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন আফরান নিশো। প্রায় তিন বছর পর ওটিটি’র কাজে ফিরছেন তিনি। ‘আকা’ নিয়ে অভিনেতা নিজেও বেশ আশাবাদী। অপেক্ষা এখন সিরিজটি মুক্তির। সিরিজে অভিষেক হতে যাচ্ছে মাসুমা রহমান নাবিলার। হইচই’র একদম প্রথম দিকের একটা কনটেন্টে তাকে কিছুক্ষণ দেখা গেলেও এবার সিরিজে খুব গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিরিজটি শুট হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে। ন্যায়-অন্যায়, শোধ-প্রতিশোধ, সাসপেন্স ও রহস্যের মিশ্র আবহে নির্মিত হয়েছে ‘আকা’। আসছে সেপ্টেম্বরে হইচই-তে মুক্তি পেতে যাচ্ছে সিরিজটি।

আরও পড়ুন

Lading . . .