Advertisement

অবশেষে সিনেমায় প্রভা

বাংলানিউজটোয়েন্টিফোর

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

অবশেষে সিনেমায় প্রভা
অবশেষে সিনেমায় প্রভা

সিনেমার ব্যস্ত নায়িকা তিনি। পরিচালকেরা শিডিউল নিতে তার পেছনে লম্বা লাইন দিয়েছেন। কাউকেই ফেরাচ্ছেন না তিনি। রাত-দিন এফডিসিতে শুটিং, ডাবিংসহ কত কাজ তার।

এমন ব্যস্ত নায়িকার চরিত্রে ২০১৬ সালে ধারাবাহিক নাটক ‘গ্ল্যামার ওয়ার্ল্ড’-এ অভিনয় করছিলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে এই অভিনেত্রীর এখনও করা হয়নি সিনেমায় অভিনয়।

যদিও ১৬ বছর আগে ২০০৯ সালে ‘মনপুরা’ দিয়েই চলচ্চিত্রে অভিষেক হওয়ার কথা ছিল সাদিয়া জাহান প্রভার। তবে ১৬ বছর পর অবশেষে চলচ্চিত্রে নাম লিখিয়েছেন প্রভা। ঝুমুর আসমা জুঁইয়ের সরকারি অনুদানের সিনেমা ‘দুই পয়সার মানুষ’-এ দেখা যাবে তাকে।

ঝুমুর বলেন, এর মধ্যে আমরা সিনেমার প্রথম লট শুটিং করেছি। প্রস্তুতি চলছে দ্বিতীয় লটের। ঠিক করেছি দ্বিতীয় লটের শুটিংয়ের আগে আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনেমার কলাকুশলীর কথা সবাইকে জানাব।

সিনেমাটিতে খল চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দেশের প্রসিদ্ধ অভিনেতা ইন্তেখাব দিনার। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন এ বি এম সুমন।

‘দুই পয়সার মানুষ’ চলচ্চিত্রটি মূলত সাধারণ মানুষের জীবনের ক্ষুদ্র ঘটনা ও সামাজিক বাস্তবতার ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে। গল্পের মূল চরিত্রটি একজন সাধারণ মানুষের সংগ্রাম, স্বপ্ন ও মানবিক সম্পর্কের দিক ফুটিয়ে তুলবে।

এনএটি

Lading . . .