Advertisement

ওটিটিতে রাজ ফারিণের ‘ইনসাফ’

মানবজমিন

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

24obnd

যে হারে অপরাধ বেড়েছে, তাতে অনেকে মনে করতে বাধ্য হচ্ছেন, ইউসুফ হয়তো ফিরে এসেছে! ইউসুফ, একসময়ের ত্রাস, অপরাধ জগতের ডন। অনেকদিন আলোচনায় ছিলেন না তিনি। হঠাৎ করে আবারো সবার সন্দেহ, ‘ইউসুফ’ কি ফিরে এসেছে?’ হ্যাঁ, ইউসুফ ফিরছে। তবে কোনো লোকালয়ে নয়। সে ফিরছে পর্দায়। ‘ইনসাফ’ সিনেমার চরিত্র ইউসুফকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফরমে। দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফরম চরকিতে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ৩রা সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে (৪ঠা সেপ্টেম্বর)। চরকি জানায়, গত কয়েক মাসে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দর্শকদের অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন ‘ইনসাফ’ দেখার আগ্রহের কথা। দর্শকদের আগ্রহের কথা বিবেচনাতে রেখেই ছবিটি মুক্তি দিচ্ছে প্ল্যাটফরমটি সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমায় ইউসুফ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। ‘মোস্ট ওয়ান্টেড’ এই সন্ত্রাসীকে নিয়ে সবাই যখন আতঙ্কে তখন তাকে নিয়ে কাজ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর চৌকস অফিসার জাহান খান। এ চরিত্রতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। গত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ইনসাফ’। সিনেমাটি দেখে দর্শকরা জানিয়েছিলেন তাদের ভালোলাগার কথা। সিনেমাটিতে অনেকগুলো চমক রেখেছেন নির্মাতা। একদম ভিন্ন লুকে তিনি হাজির করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। চমকটা শুধু লুকেই সীমাবদ্ধ রাখেননি তিনি, চরিত্রটির মাধ্যমে তুলে এনেছেন চিকিৎসাসেবার সিন্ডিকেশনের কথা। সিনেমায় মোশাররফ করিম অভিনয় করেছেন একজন চিকিৎসকের চরিত্রে। সিনেমায় অতিথি চরিত্রে আছেন চঞ্চল চৌধুরীও। এ ছাড়াও সিনেমায় আরও রয়েছেন ডন, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু প্রমুখ। নাজিম উদ দৌলা ও সঞ্জয় সমাদ্দারের গল্পে এর চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা, স্বরূপ দে, সঞ্জয় সমাদ্দার।

আরও পড়ুন

Lading . . .