প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন তিনি। আর ফিরেই নতুন কাজে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন হালের এই অভিনেত্রী।
দেশের ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যারের অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন তিনি।
শনিবার বিকেলে রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তার ‘সিগনেচার ইভেন্ট’। একইদিনে তার সঙ্গে অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন হালের আরেক জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। এদিন ব্যান্ডটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির।
এর আগে দেশের জনপ্রিয় মডেল ও শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত মনোমুগ্ধকর ফ্যাশন শো ও ক্যাটওয়াকের মধ্য দিয়ে প্রাণবন্ত এই অনুষ্ঠানটির সূচনা হয় যা উপস্থিত দর্শকদের দৃষ্টি কাড়ে।
এদিকে, সবশেষ প্রকাশ হয়েছে তানজিন তিশা অভিনীত নাটক ‘ফান্দা’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন খায়রুল বাসার। রহস্যময় গল্পে নির্মিত ‘ফান্দা’ পরিচালনা করেছেন এ কে পরাগ। গেল ১১ সেপ্টেম্বর এটি ইউটিউবে উন্মুক্ত হয়। নাটকে আরও অভিনয় করেছেন, আরফান মৃধা শিবলু, মাহমুদ আলম, শারমিন সুলতানা শর্মী, অ্যালেন টিটুসহ আরও অনেকে।
অন্যদিকে, জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরেছেন তৌসিফ মাহবুব। নাটকটির প্রচারের শুরুর দিকে নেহাল চরিত্রে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন তিনি। মাঝে তাকে কয়েকটি সিজনে দেখা যায়নি। দর্শক চাহিদায় ফের ধারাবাহিকটিতে যুক্ত হলেন তৌসিফ। নাটকটির সিজন-৫-এর ৩২ পর্বে দেখা গেছে তাকে।
এনএটি
আরও পড়ুন