বলিউডে পা রেখেই এনসিবিকে ব্যঙ্গ করলেন শাহরুখপুত্র!
প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫

প্রথম কাজেই এনসিবি-কে (নারকোটিকস কন্ট্রোল ব্যুরো) খোঁচা দিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান! তার পরিচালনায় তৈরি নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ দ্বিতীয় ঝলক প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে জল্পনা। একটি সংলাপকে ঘিরে শুরু হয়েছে আলোচনা।
২০২১ সালের ৩ অক্টোবর শাহরুখ-পুত্র আরিয়ানকে গ্রেপ্তার করেছিল এনসিবি। একটি ক্রুজ পার্টি থেকে মাদকযোগের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তাকে। ২৫ দিন কারাগারে থাকার পরে ছাড়া পেয়েছিলেন তিনি।
২০২২ সালের মে মাসে সমস্ত রকমের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছিলেন আরিয়ান। সেই ঘটনার জন্যই কি সিরিজের ঝলকের শেষে রাখা হল এক বিশেষ সংলাপ?
সিরিজের প্রিভিউর সেই দৃশ্যে দেখা যাচ্ছে, কারাগার থেকে বেরিয়ে আসছেন সিরিজের অভিনেতা লক্ষ্য। তাকে দেখে এক পুলিশকর্মী বলেন, “চিন্তা করো না। ভিতরে থাকলে লোকজন আরও বেশি বিখ্যাত হয়ে যায়।”
এই সংলাপ শুনেই নেটাগরিকের বক্তব্য, এনসিবি-কেই খোঁচা দিয়েছেন পরিচালক আরিয়ান খান। বুধবার (২০ আগস্ট) এই সিরিজের দ্বিতীয় ঝলক প্রকাশ্যে এসেছে।
Bohot hard. Aur bohot heart bhi ❤️🔥🎬
Watch The Ba***ds of Bollywood, out 18 September, only on Netflix. #TheBadsOfBollywoodOnNetflix pic.twitter.com/BelJPtCt99
— Netflix India (@NetflixIndia) August 20, 2025
‘দ্য ব্যাডস অব বলিউড’ এর প্রিভিউ অনুষ্ঠানের মঞ্চে এই দিন আরিয়ানের পাশে ছিলেন শাহরুখ ও গৌরী।
মঞ্চে নিজের ছেলেকে নিয়ে শাহরুখ বলেন,“এই দেশ আমাকে ৩০ বছর ধরে বিনোদন দেওয়ার সুযোগ করে দিয়েছে। আজ আমার জন্য একটি বিশেষ দিন, কারণ আমার ছেলে আজ প্রথমবারের মতো এই জগতে পা রাখছে। সে খুব ভালো ছেলে, পরিশ্রমীও বটে। আমরা তাকে শুধু দুইটি শিক্ষা দিয়েছি—বক্স অফিস সাফল্য নিশ্চিত নয়, সমালোচকদের প্রশংসাও নিশ্চিত নয়। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, অনুগ্রহ করে তাকে তার থেকেও ১০, ২০, ৩০… এমনকি ১৫০ শতাংশ ভালোবাসা দিন।”
সিরিজটির প্রযোজনা করেছেন গৌরী খান। সিরিজের প্রথম ঝলক প্রকাশ্যে আসার পরেই হইহই পড়ে গিয়েছিল সমাজমাধ্যমে। অনুরাগীরা দাবি করেছিলেন, আরিয়ানের মধ্যে শাহরুখের ছায়া দেখা যাচ্ছে। সিরিজে অভিনয় করেছেন লক্ষ্য, রাঘব জুয়াল, ববি দেওল, মোনা সিংহ। নতুন ঝলকে সালমান খান, করণ জোহর ও রণবীর সিংহকেও দেখা গিয়েছে।- ইডিবা ও ফ্রি প্রেস জার্নাল