প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

আর মিষ্টি প্রেমনির্ভর এ সিনেমাটি মুক্তির পরপরই সিনেমাপ্রেমীদের হৃদয় জয় করে নিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ফলে মুক্তির প্রথম দিনেই বক্স অফিস থেকে ৭.৩৭ কোটি রূপি আয় করে ফেলেছে ছবিটি। আর তাতেই বলা যায়, ধীরে ধীরে আবারও ছন্দে ফিরছে বলিউড। যদিও বাণিজ্য বিশ্লেষকরা ধারণা করেছিল, মুক্তির প্রথম দিনে ‘পরম সুন্দরী’র আয় ১০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।
‘সাইয়ারা’ সিনেমার ঝড়ের পর বেশ ভালোভাবেই দর্শক মনে জায়গা করে নিয়েছে বলিউডের রোমান্টিক প্রেমের এ সিনেমা। ‘পরম সুন্দরী’ একটি আদর্শ হিন্দি রোমান্টিক সিনেমা যেখানে রোমান্স, সংগীত, দুটি ভিন্ন সংস্কৃতি এবং পারিবারিক আবেগ সুন্দরভাবে মিশে গেছে।
তুষার জলোটা পরিচালিত ৬০ কোটি রুপি বাজেটের এই ছবিটি মূলত রোমান্স ও পারিবারিক আবেগের মিশেলে সাজানো। গল্পে আছে দিল্লির তরুণ ‘পরম’ আর কেরালার তরুণী ‘সুন্দরী’-র প্রেমকাহিনি। দুই ভিন্ন সংস্কৃতি, পরিবারে টানাপোড়েন আর ভালোবাসার টানাপোড়েন ছবিটিকে আলাদা মাত্রা দিয়েছে। দর্শকের কাছে বড় আকর্ষণ অবশ্যই ছবির নায়ক-নায়িকার রসায়ন। সিদ্ধার্থ মালহোত্রা আর জাহ্নবী কাপুরের জুটিকে ইতিমধ্যেই প্রশংসা করছেন অনেকে।
‘পরম সুন্দরী’-র গান এখনই অনেকের প্লেলিস্টে জায়গা করে নিয়েছে। মিষ্টি প্রেম, ঝলমলে রোমান্স আর পারিবারিক আবেগ মিলে দর্শকের প্রত্যাশা আকাশছোঁয়া। সপ্তাহশেষে এখন দেখার বিষয় কত কোটি ঘরে তুলতে পারে এই ছবিটি।- বলিউড মুভি রিভিউজ