Advertisement
  • হোম
  • বিনোদন
  • এবার চলচ্চিত্র নির্মানে আসছেন তরুণ নির্মাতা আদর সো...

এবার চলচ্চিত্র নির্মানে আসছেন তরুণ নির্মাতা আদর সোহাগ

গণকন্ঠ

প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

এবার চলচ্চিত্র নির্মানে আসছেন তরুণ নির্মাতা আদর সোহাগ
এবার চলচ্চিত্র নির্মানে আসছেন তরুণ নির্মাতা আদর সোহাগ

নাট্য জগতের আলোচিত ও তরুণ নির্মাতা আদর সোহাগ এবার ঢাকাই সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন। সম্প্রতি আমেরিকার নিউইয়র্কে তার নতুন সিনেমার সাথে তিনি চুক্তিবদ্ধ হন, এমনটাই জানিয়েছেন নির্মাতা নিজেই। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। তবে সিনেমার কলাকুশলী কিংবা সিনেমার নাম কি হচ্ছে, এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি জানান জানুয়ারির শেষে আনুষ্ঠানিকভাবে মহরত করে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে। তবে সিনেমার নায়িকা আসছে ওপার বাংলার ইন্ডাস্ট্রি থেকে এবং সিনেমাটি নব্বই শতাংশ চিত্রায়িত হবে ঢাকা, সিলেট ও বরিশালের বিভিন্ন লোকেশনে। মাত্র চারটা দৃশ্য ও একটি গানের শ্যুটিং হবে আমেরিকার ফ্লোরিডাতে।

আসন্ন ঈদে মুক্তি পাবে কিনা সিনেমাটি, এমন প্রশ্নের উত্তর জানতে চাইলে পরিচালক একটু এড়িয়ে গিয়ে জানান আপাতত শুধু সিনেমাটি বানাতে চাই। বানানোর দায়িত্ব শেষ হলে রিলিজ কবে হবে তা সময়ই বলে দিবে। এখন শুধু সবাইকে পাশে চাই।

উল্লেখ্য যে, এই নির্মাতা তার প্রথম নাটক নির্মান করেন ২০১৭ সালে মেহজাবিন-সজল জুটি নিয়ে, যা একটি বেসরকারী চ্যানেলে প্রদর্শিত হয়। এছাড়াও আমি যে কে তোমার, বিয়ের পরীক্ষা, সানগ্লাস শফিক, প্রেমের গল্প, ছলনাময়ী , বিয়ের বাজনা সহ প্রায় শতাধিক নাটকে নির্মাতা ও নাট্যকার হিসেবে কাজ করেছেন তিনি।

আরও পড়ুন

Lading . . .