Advertisement

প্রথমবার বায়োপিকে জিৎ

মানবজমিন

প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

১৯৬০-এর দশকের কলকাতার পটভূমিতে তৈরি হতে চলেছে ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। পথিকৃৎ বসু পরিচালিত এই ছবিটির মূল চরিত্র অনন্ত’র ভূমিকায় অভিনয় করবেন জিৎ। এই প্রথমবার কোনো বায়োপিকে দেখা যাবে তাকে। ইতিমধ্যে সমাজমাধ্যমে ‘অনন্ত সিং’ হয়ে ওঠার বিভিন্ন ধাপ ভাগ করে নিয়েছেন জিৎ। ছবিটির আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন টোটা রায় চৌধুরী।

আরও পড়ুন

Lading . . .