Advertisement

নতুন অভিনয়শিল্পীর খোঁজে

মানবজমিন

প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

দীপ্ত টেলিভিশনে শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক ‘পরম্পরা’। আর এই নাটকটির জন্য নতুন অভিনয়শিল্পীর খোঁজ শুরু হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার সকাল ৯টা থেকে দীপ্ত টিভি প্রাঙ্গণে চলছে দিনব্যাপী বিশেষ অডিশন। নতুন শিল্পীদের পাশাপাশি দেশের জনপ্রিয় অভিনয়শিল্পীদেরও দেখা যাবে ধারাবাহিকটিতে। ‘পরম্পরা’ ধারাবাহিকটি নির্মাণ করবেন আশিস রায়।

আরও পড়ুন

Lading . . .