প্রিমিয়ারে চমকে দিলো 'নয়া নোট', মুগ্ধ অতিথিরা
প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

যেখানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত ও তার স্ত্রী শিরিন হায়াত, আফজাল হোসেন, সংগীত শিল্পী কোনাল, বিপ্লব সাহা, মীর সাব্বির, চুমকি, শ্রাবণী ফেরদৌসসহ অনেকে।
প্রিমিয়ার শেষে আগত অতিথিরা প্রত্যেকেই এই ওয়েব ফিল্মকে প্রশংসায় সিক্ত করেন। ‘নয়া নোট’ বানিয়েছেন অনন্য প্রতীক চৌধুরী, যিনি নির্মাতা দম্পতি অরুণ চৌধুরী এবং চয়নিকা চৌধুরীর সন্তান। এই কনটেন্টটির মাধ্যমে তিনি নির্মাতা হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন।
কদিন আগে ‘নয়া নোট’ এর পোস্টার ও টিজার প্রকাশ হয়েছিল। যেখানে নাসির উদ্দিনকে দেখে সবাই চমকে উঠেছিলেন। প্রকাশিত টিজারটি নেটিজেনদের প্রশংসা অর্জন করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তৈরি করে।
নয়া নোট দেখে আবুল হায়াত বলেন, অনন্য যখন ওর মায়ের পেটে তখন থেকেই তার ফ্যামিলির সাথে আমার পরিচয়। সে যখন অনেক ছোট ছিল তখনই বলেছিল প্রথম সিনেমা বানালে আমাকে নেবে। কিন্তু আমি এত ভালো কনটেন্টে অভিনয় করার সুযোগ পেলাম না। বোঝা যায় নি যে সে প্রথম নির্মাণ করেছে। ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
আফজাল হোসেন বলেন, নির্মাতার নাম অনন্য প্রতীক। আমার বিশ্বাস আগামীতে সে তার নামের সুবিচার করবে। তার বাবা-মা দুজনেই দেশের স্বনামধন্য নির্মাতা। আমার বিশ্বাস সে তাদের ছাপিয়ে যাবে।
‘নয়া নোট’ মূলত ঢাকার কোলাহলময় রাস্তায় গড়ে ওঠা এক ভিন্নধর্মী গল্প, যেখানে দু’টি সম্পূর্ণ ভিন্ন জীবনের মানুষ অপ্রত্যাশিতভাবে মিলিত হয়। গল্পে দেখা যাবে, জাহাঙ্গীর একজন ভিখারি। ছেঁড়াফাটা নোটের জন্য মানুষের কাছে হাত বাড়িয়ে দেয়-যেন অভাবের শিকলেই বাঁধা পড়ে আছে। অন্যদিকে রেহান এক তরুণ চাকুরিজীবী। চাকরি আর সম্মান দুটোই ধরে রাখার লড়াইয়ে ব্যস্ত।
রেহানের বাবা মারা গেছেন আর এই বৃদ্ধ ভিখারীকে দেখে রেহানের ওর বাবার কথা মনে পড়ে। সেখান থেকেই জন্ম নেয় এক অদ্ভুত সম্পর্ক। প্রতারণা, আকাঙ্ক্ষা আর মানবিক সম্পর্কের এই গল্প উঠে আসছে নয়া নোটে।
অভিনেতা পার্থ শেখ বলেন, এই প্রথম আমার কোন কাজ বড়পর্দায় স্ক্রিনিং হল। এটা আমার জন্য এখন অন্যরকম অনুভূতি ছিল। কাজটি দেখতে এসেছেন আমাদের দেশের গুণি মানুষরা। তারা দেখে সবাই যেমন প্রশংসা করছে, আমার বিশ্বাস দর্শক যখন দেখবে তারাও ভালো বলবেন।
আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ৩টায় ‘নয়া নোট’ আই স্ক্রিনে মুক্তি পাবে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, একে আজাদ সেতু, সমু চৌধুরী, দীপা খন্দকার, পার্থ শেখ, মনিফা মোস্তাফিজ, আজম খান, নওবা তাহিয়া, ইকবাল হোসেন, ফেরারি অমিত।