Advertisement
  • হোম
  • বিনোদন
  • রাস্তায় হরিণের ধাক্কা, ৩০ বছর বয়সেই থেমে গেল মডেলে...

রাস্তায় হরিণের ধাক্কা, ৩০ বছর বয়সেই থেমে গেল মডেলের জীবন

চ্যানেল আই

প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫

রাশিয়াতে স্বামী টেভর ওবলাস্টের গাড়ি করে সফর করার সময়ে দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন তিনি।

গত ৫ জুলাই তাদের গাড়িটি মাঝ রাস্তায় একটি হরিণের সঙ্গে ধাক্কা খেয়েছিল। এসময় চালকের আসনে ছিলেন সেনিয়ার স্বামী। আর তার পাশেই বসেছিলেন প্রাক্তন এই মিস ইউনিভার্স। তারপরেই দুর্ঘটনাটি ঘটে। এরপর তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। বেশ কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরেও শেষরক্ষা হয়নি। ১২ আগস্ট মাত্র ৩০ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেনিয়া।

সেনিয়ার স্বামী সংবাদমাধ্যমের কাছে বলেছেন, “মুহূর্তে সব কিছু বদলে গিয়েছিল। এক সেকেন্ডের মধ্যেই সবটা ঘটে যায়। আমার আর কিছু করার ছিল না। ধাক্কা লেগে গাড়ির সামনে এসে পড়ে হরিণটি। আমিও আর সামলাতে পারিনি। উল্টে যায় গাড়ি। ও (সেনিয়া) অচেতন হয়ে পড়ে। ওর মাথা ফেটে গিয়েছিল বীভৎসভাবে, রক্তে ভেসে যাচ্ছিল চারপাশ।”

মূলত ওই হরিণটির পা গাড়ির কাচ ভেদ করে এসে ধাক্কা দিয়েছিল সেনিয়ার মাথায়, জানিয়েছেন টেভর। অচেতন অবস্থায় মস্কোর এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেনিয়াকে। প্রথম থেকেই তার অবস্থা সঙ্কটজনক ছিল। তাই দেড় মাস চিকিৎসায় ছিলেন তিনি। কিন্তু গত ১২ আগস্ট মৃত্যু হয় তর। সেই খবর সম্প্রতি প্রকাশ্যে এনেছেন তার স্বামী। তিনি নিজেও আহত ছিলেন।

সেনিয়া আলেক্সান্দ্রোভা মিস ইউনিভার্স-২০১৭ প্রতিযোগিতায় রাশিয়ার হয়ে অংশ নেন। তবে শীর্ষ ১৬ সেমিফাইনালিস্টের মধ্যে স্থান পাননি। ওই আসরে বিজয়ী হন দক্ষিণ আফ্রিকার ডেমি-লেই নেল-পিটার্স। -এনডিটিভি

Lading . . .