Advertisement

কখনই বিচ্ছেদ নয়

মানবজমিন

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

24obnd

গোবিন্দ ও সুনীতার ডিভোর্সের গুঞ্জন বেশ কয়েক মাস ধরে চর্চায়। আর সেই গুঞ্জনে জল ঢাললেন সুনীতা। গণেশ চতুর্থীর দিনে গোবিন্দকে সঙ্গে নিয়ে সুনীতা বলেন, আমাদের একসঙ্গে দেখে কি মিডিয়ার মুখে থাপ্পড় পড়েছে? যদি সত্যিই কিছু এমন ঘটনা ঘটতো, তাহলে কি আমরা এত কাছাকাছি আসতে পারতাম? কেউ আমাদের আলাদা করতে পারবেন না। কখনই বিচ্ছেদ হবে না আমাদের।

আরও পড়ুন

Lading . . .