প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

গান ভিডিওতে কাজ করার অভিজ্ঞতা জানাতে গিয়ে সেন্টু বলেন,“স্মরণ ভাইয়ের সঙ্গে আমার প্রথম পরিচয় একটি সিনেমাকে ঘিরে। সেই ছবিতে আমি মূল চরিত্রে অভিনয় করার কথা ছিল। কিন্তু দেশের পরিস্থিতির কারণে কাজটি শুরু করা যায়নি। সেখান থেকেই পরিচয়, পরে বন্ধুত্বে রূপ নেয়। আমরা যেভাবে কাজকে এগিয়ে নিতে চাই, সেই জায়গায় দুজনের ভাবনার মিল ঘটেছে।”
তিনি আরও জানান, “একদিন হঠাৎ স্মরণ ভাই বললেন, নতুন গানের মিউজিক ভিডিওতে আমাকে দরকার। সেখানে রান্নাঘরের একজন চরিত্রে অভিনয় করেছি, যে শাড়ি পরে মেয়ে সেজে সবাইকে আনন্দ দেয়। প্রথমে শাড়ি পরতে দ্বিধা ছিল, পরে সবার প্রশংসায় রাজি হই। আশা করি গানটি দর্শক-শ্রোতার ভালো লাগবে।”
সেন্টু আরও বলেন, ‘সার্কাস ভবন’ নামের একটি ধারাবাহিক নাটকেও তিনি তাফসির স্বরণের সঙ্গে কাজ করেছেন। নাটকের ব্যবহৃত একটি গানে কণ্ঠ দিয়েছেন স্বরণ, সুর করেছেন সেন্টু। গানটির কথা যৌথভাবে লিখেছেন আওরঙ্গ দেব ও সেন্টু।
উল্লেখ্য, এর আগে তাফসির স্বরণের একাধিক গান শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছে। এর মধ্যে ‘আমার লাগি তোমার বাড়ি গোলাপও লাগাইয়ো (সোনার তরী)’, ‘তোমার প্রেমের পথিক প্রেমী’, ‘না হয় মুখের মেলা’, ‘সাধের পাখি’, ‘ভালোবাসি’, ‘ধোয়ার লগে উড়াইয়া দাও (ভবের ঘর)’, এবং ‘সখীর প্রেমে পাগল হয়েছি’ বিশেষভাবে উল্লেখযোগ্য