Advertisement

ফ্ল্যাশ ফিকশনে সুনেরাহ-নাঈম

মানবজমিন

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে চরকি ফ্ল্যাশ ফিকশন ‘খুব কাছেরই কেউ’। এই কনটেন্টের মাধ্যমে চরকি প্রথমবারের মতো দর্শকদের জন্য নিয়ে এলো ফ্ল্যাশ ফিকশন। এর ব্যাখ্যা দিতে গিয়ে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ফ্ল্যাশ ফিকশন মূলত জীবনের কিছু মুহূর্তের নান্দনিক বা সিনেম্যাটিক বর্ণনা। এটাকে স্লাইস অব লাইফও বলা যেতে পারে। এ ধরনের কনটেন্টে জীবনের ছোট ছোট ঘটনা উঠে আসবে হয়তো, কিন্তু এর প্রভাব অনেক বড় এবং গভীর। রাবা খানের গল্প, সংলাপ ও চিত্রনাট্যে ‘খুব কাছেরই কেউ’ নির্মাণ করেছেন আরাফাত মহসীন নিধি। এতে অভিনয় করেছেন- এফ এস নাঈম, সুনেরাহ বিনতে কামাল। আজ কনটেন্টটি প্রকাশ পাবে চরকিতে। গত মঙ্গলবার রাতে প্রকাশ পেয়েছে এর ট্রেইলার। এর ক্যাপশনে লেখা হয়েছে, কালকে উনাদের বিয়ে! আপনারা সবাই আমন্ত্রিত। ‘খুব কাছেরই কেউ’-তে সুনেরাহ বিনতে কামাল অভিনয় করেছেন জেরিন চরিত্রে।

আরও পড়ুন

Lading . . .