Advertisement

কাজাখস্তানে ‘দম’র দম পরীক্ষা

মানবজমিন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

কাজাখস্তানের এক দুর্গম এলাকায় দেখা গেছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। এমনকি ‘দম’ সিনেমার পুরো টিমকেই দেখা গেছে সেখানে। মূলত শুটিং স্পট দেখার জন্যই সেখানে গিয়েছিলেন তারা। নির্মাতা রেদওয়ান রনি তার সমাজমাধ্যমে কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘দম’র দম পরীক্ষা। আর এই নিয়েই কৌতূহল বেড়েছে ছবিটি নিয়ে। এ সিনেমাটির মাধ্যমে অনেকদিন পর নির্মাণে ফিরেছেন রেদওয়ান রনি। তার ভাষায়, দম নিয়ে ‘দম’ বানাতে আসছি। এবারের ফেরায় তিনি সত্য ঘটনার ওপর আশ্রয় নিয়েছেন। সত্য ঘটনার অনুপ্রেরণায় সার্ভাইবাল গল্প নিয়ে সিনেমার কাহিনী গড়ে উঠেছে। জানা গেছে, এই ছবিতে নিশোর সঙ্গে চঞ্চল চৌধুরীকেও দেখা যাবে। এই সিনেমায় যুক্ত হওয়ার সময় নিশো বলেছিলেন, সিনেমায় পারফরম্যান্সে অনেক চ্যালেঞ্জ আছে; যা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আমার জীবনে দেশে এ ধরনের সিনেমা দেখিনি। এ ছাড়া চঞ্চল বলেছিলেন, ‘দম’ সিনেমার গল্পটা অসাধারণ। এ ধরনের সিনেমা নিয়ে আগে কাজ হয়নি। খুবই চ্যালেঞ্জিং। আমার মনে হয় দর্শকরাও চমকে যাবেন। সিনেমার প্রধান নারী চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনো নিশ্চিত হয়নি। এফডিসি আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকির প্রযোজনায় নির্মিত ‘দম’ সিনেমাটি ২০২৬ সালের রোজার ঈদে মুক্তি পাবে।

আরও পড়ুন

Lading . . .