প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

ওটিটি প্ল্যার্টফমেও ‘জানোয়ার’, ‘খাচার ভিতর অচিন পাখি’, ‘টান’ ‘৭ নাম্বার ফ্লোর’সহ একাধিক কনটেন্ট বানিয়ে দেখিয়েছেন মুন্সিয়ানা।
এবার রাফী ভৌতিক ছবি বানাতে যাচ্ছেন। নতুন এ ছবির নাম ‘সেয়ানা’। যেখানে অভিনয় করবেন সিয়াম আহমেদ। তবে সিনেমার আরেকটি বিকল্প নামের কথাও শোনা গেছে, সেক্ষেত্রে নাম হতে পারে ‘আন্ধার’- একাধিক সূত্র খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে।
সূত্র বলছে, সিনেমাটি দুই ঈদ ছাড়াই মুক্তি দেয়া হবে, এই লক্ষ্যে নির্মাণ করা হচ্ছে। আগামী মাসে ‘সেয়ানা’র শুটিং শুরু হতে পারে।
‘পোড়ামন ২’, ‘দামাল’ এবং ওয়েব ফিল্ম ‘টান’-এর পর ‘সেয়ানা’র মাধ্যমে আবারও রাহয়ান রাফীর নির্মাণে কাজ করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রায় অভিনেতা সিয়াম। বর্তমানে ছবিটি প্রি-প্রোডাকশনে ব্যস্ত সময় কাটাচ্ছেন সিয়াম-রাফীরা।
সূত্র বলছে, ‘সেয়ানা’ প্রযোজনা করতে যাচ্ছে বিটুবি এজেন্সি। সিয়াম ছাড়াও এ ছবিতে চঞ্চল চৌধুরীর থাকার কথাও জানাচ্ছে সূত্রটি।