প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫

নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে প্রথমবারের মতো হিন্দি স্ট্যান্ড-আপ কমেডি শো করে ইতিহাস গড়লেন জাকির খান। বুধবার দুপুরে সেই ঐতিহাসিক শোয়ের কিছু ছবি পোস্ট করে ফেসবুকে উপরের কথাটি লিখেন জাকির খান।
প্রায় ১৫ হাজার দর্শকের সামনে তার স্ট্যান্ড আপ কমেডি পরিবেশনায় মুগ্ধ ভারতসহ বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা জাকির খান ভক্তরা। ভারতীয়রা গর্ব করে বলছেন, হিন্দি কমেডিকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় নিয়ে গেলেন জাকির খান।
শোতে উপস্থিত জাকির খানের সহ-কৌতুকাভিনেতা হাসান মিনহাজ একে বর্ণনা করেছেন—“গোটা বিশ্বের কমেডির জন্য এক ঐতিহাসিক রাত।”
ভারতের ইন্দোরে জন্ম নেয়া কৌতুকাভিনেতা জাকির খানের শায়েরি মিশ্রিত পরিবেশনা শেষে দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান- সেটার কিছু ভিডিও ক্লিপও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। টাবু, ভির দাস ও অর্জুন কাপুরের মতো তারকারা ম্যাডিসন স্কয়ার গার্ডেনের এই মাইলফলক অর্জনে জাকির খানের প্রশংসা করেছেন।
জাকির খানের ম্যাডিসন স্কয়ার গার্ডেন শোটি কেন ঐতিহাসিক?
ম্যাডিসন স্কয়ার গার্ডেন বিশ্বের অন্যতম আইকনিক ভেন্যু, যেখানে দ্য বিটলস থেকে শুরু করে বিয়ন্সে পর্যন্ত কিংবদন্তিরা পারফর্ম করেছেন। গেল ১৭ আগস্ট সেখানে জাকির খান নতুন ইতিহাস গড়লেন— কারণ তিনি সম্পূর্ণ শোটি পরিবেশন করেন হিন্দিতে। ইতিহাসে এর আগে এমনটি হয়নি।
এই অর্জনকে সাংস্কৃতিক অর্জন হিসেবে দেখছেন ভারতীয়রা। তারা বলছেন, এটি কেবল ব্যক্তিগত নয়, সাংস্কৃতিক অর্জনও। কারণ এর মাধ্যমে মূলধারার আমেরিকান দর্শকদের সামনে ভারতীয় গল্প বলার ধারা ও হাস্যরসকে তুলে ধরা হলো তার নিজস্ব ভাষায়।
শায়েরি ও কবিতা মিশিয়ে কমেডি পরিবেশনের জন্য পরিচিত জাকির খানের এই শো শেষে দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান। শোয়ের আগে তার প্রোমোশনাল পোস্টার আলো ছড়িয়েছিল টাইমস স্কয়ারে, যা প্রমাণ করে— ভারতের ছোট ক্লাব থেকে শুরু হওয়া হিন্দি স্ট্যান্ড-আপ কমেডি এখন জায়গা করে নিয়েছে বিশ্বমানের এরেনায়!
তারকাদের প্রশংসায় জাকির খান
এই মাইলফলক স্পর্শের মুহূর্তে ভারতীয় বিনোদন জগত এবং তার বাইরের আরও অনেকেই জাকির খানকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তা দিয়েছেন টাবু, ভির দাস, অর্জুন কাপুর, জারিন খান, কৃতিকা কামরা এবং আহসাস চন্না প্রমুখ। এছাড়া অভিনেতা গজরাজ রাও, ডিজাইনার মণীশ মালহোত্রা, উদ্যোক্তা নিখিল কামাথ এবং মেন্টালিস্ট সুহানি শাহ এই অর্জন উদযাপন করেছেন।
ইংরেজি ভাষার ভারতীয় কমেডির পথপ্রদর্শক ভির দাস জাকিরের সাফল্যকে প্রশংসা করেছেন, আর অর্জুন কাপুর বলেন, “একটি চমৎকার অর্জন যা আমাদের সকলকে গর্বিত করেছে।”
কে এই জাকির খান?
ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম নেওয়া জাকির খান প্রথম আলোচনায় আসেন ২০১২ সালে, যখন তিনি ‘কমেডি সেন্ট্রাল ইন্ডিয়া’-এর ‘বেস্ট স্ট্যান্ড-আপ’ প্রতিযোগিতা জিতেন। তার ‘সখত লৌন্ডা’ চরিত্র মুহূর্তেই তাকে সারা ভারতে জনপ্রিয় করে তোলে। এই চরিত্রটি সাধারণ ভারতীয় যুবকের দৈনন্দিন অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে।
জাকির খান অ্যামাজন প্রাইম ভিডিও-এর হিট সিরিজ ‘চাচা বিদ্যায়ক হ্যায় হুমারে’ তৈরি ও অভিনয় করেছেন এবং স্ট্যান্ড-আপ প্রতিযোগিতা ‘কমিকস্তান’-এর বিচারক হিসেবেও কাজ করেছেন। সংগীত পরিবারে জন্ম এবং সেতারে ডিপ্লোমা থাকার কারণে তার পারফরম্যান্সে প্রায়শই হাস্যরস, ছন্দ ও কবিতার মিশ্রণ দেখা যায়— একটি অনন্য স্টাইল যা তাকে বিশ্বব্যাপী আলাদা করে তুলে ধরে।
জাকির খানের পরবর্তী পরিকল্পনা
ম্যাডিসন স্কয়ার গার্ডেন শোটি ছিল জাকিরের উত্তর আমেরিকান এরিনা ট্যুর-এর অংশ, এটি প্রযোজনা করেছে আউটব্যাক। এই ট্যুরের মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে শো রয়েছে। ট্যুরের আগে তিনি নিউ ইয়র্কে সেলিব্রিটি শেফ বিকাশ খান্না-র সঙ্গে একটি রান্নার সেশনও করেছেন, যা তার যাত্রায় একটি নতুন সাংস্কৃতিক সংযোগ যোগ করেছে।
জাকিরের জন্য এই মাইলফলক ছিল অত্যন্ত ব্যক্তিগত। শোয়ের আগে ফক্স-৫ কে তিনি বলেন,“ম্যাডিসন স্কয়ার গার্ডেন কখনও পরিকল্পনার অংশ ছিল না। এটা মনে হতো বড় বড় সিনেমা তারকাদের জন্য, ইন্দোরের ছেলেদের জন্য নয়। কিন্তু কখনও কখনও জীবন আপনার স্বপ্নের সীমা ছাড়িয়ে যায়।” – ইস্টার্নআই.বিজ