Advertisement

চর্চায় শাহরুখের রসবোধ!

চ্যানেল আই

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

গৌরী খান যখন স্বামী শাহরুখ খানের এই বিজয় উদযাপন করেন, তখন শাহরুখ তার প্রতি এক মজার অনুরোধ জানান— ডিনারে বসে যেন গৌরী তার প্রশংসায় ‘গর্ব করতে’ না ভুলেন। একইসঙ্গে তিনি কৌতুকপূর্ণ ভঙ্গিতে ধন্যবাদ জানান কংগ্রেস নেতা ও সুপরিচিত ইংরেজি ভাষা বিশারদ শশী থারুরকেও।

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় ‘জওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার সম্মান পান শাহরুখ খান। স্ত্রী গৌরী খান তার স্বামীসহ আরও দুই ঘনিষ্ঠ বন্ধুকে (করন জোহর এবং রানি মুখার্জী) অভিনন্দন জানিয়ে এক্স-এ লেখে,“আমার তিনজন প্রিয় মানুষ বড় জয় পেয়েছেন… আর আমাদের হৃদয়ও। যখন প্রতিভা এবং মহত্ব একত্র হয়, তখন জাদু ঘটে– গর্বিত, আর সারাজীবন তাদের নিয়ে গর্ব করতেই থাকবো!”

এই পোস্টটি রিটুইট করে শাহরুখ খান গৌরীকে উদ্দেশ্য করে লেখেন,“আজ রাতে ডিনারে বসে আমার প্রশংসা করো প্লিজ… আর ধন্যবাদ, ছবিটি প্রযোজনা করার জন্য।”

শশী থারুরের সঙ্গে তার রসাত্মক কথোপকথনও বেশ নজর কাড়ে। থারুর এক্স-এ লেখেন,“একটি জাতীয় সম্পদ পেলো জাতীয় পুরস্কার! অভিনন্দন শাহরুখ!”

এটিও শেয়ার করে জবাবে শাহরুখ লিখেন,“সহজ ভাষায় প্রশংসা করার জন্য ধন্যবাদ, মিস্টার থারুর। আপনি যদি আরও ‘জটিল ও অলঙ্কারপূর্ণ’ ভাষা ব্যবহার করতেন, আমি হয়তো বুঝতেই পারতাম না! হা হা।”

শুধু শশী থারুর কিংবা গৌরী খানই নন, যারাই শাহরুখকে অভিনন্দন জানিয়েছেন, বেশীরভাগকেই শাহরুখ এরকম রসবোধ সম্পন্ন জবাব দিচ্ছেন। যেগুলোর স্ক্রিনশট আবার নেট দুনিয়ায় ভাইরাল! – ইন্ডিয়ান এক্সপ্রেস

Lading . . .