প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

ভেনিসে ১১ দিনের মিলনমেলার পর্দা নামল গত শনিবার রাতে। ২৭ আগস্ট শুরু হওয়া ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরটি ছিলো ৮২তম। সমাপনী দিনে ঘোষণা করা হয় পুরস্কার জয়ীদের নাম।
সমাপনী অনুষ্ঠানে সদ্য প্রয়াত ইতালির ফ্যাশন কিংবদন্তি জর্জিও আরমানির মৃত্যুকে ঘিরে এক আবেগঘন মুহূর্ত সৃষ্টি হয়। তবে পুরস্কার ঘোষণায় ছিল না জৌলুশময়তার কমতি!
৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের বিজয়ী তালিকা
মূল প্রতিযোগিতা
গোল্ডেন লায়ন: ফাদার মাদার সিস্টার ব্রাদার (জিম জারমাশ, যুক্তরাষ্ট্র), গ্র্যান্ড জুরি প্রাইজ (সিলভার লায়ন): দ্য ভয়েস অব হিন্দ রাজাব (কাওতার বেন হানিয়া, তিউনিসিয়া), সেরা পরিচালক (সিলভার লায়ন): বেনি সাফদি (দ্য স্ম্যাশিং মেশিন, যুক্তরাষ্ট্র), সেরা অভিনেত্রী (ভলপি কাপ): শিন জিলেই (দ্য সান রাইজেস অন আস অল, চীন), সেরা অভিনেতা (ভলপি কাপ): টনি সেরভিল্লো (লা গ্রাৎসিয়া, ইতালি), সেরা চিত্রনাট্য: অ্যাট ওয়ার্ক (ভ্যালেরি দোঁজেলি ও জিল মারশোঁ, ফ্রান্স), স্পেশাল জুরি প্রাইজ: বিলো দ্য ক্লাউডস (জিয়ানফ্রাঙ্কো রসি, ইতালি), সেরা নবীন অভিনয়শিল্পী (মার্সেলো মাস্ত্রোইয়ান্নি অ্যাওয়ার্ড): লুনা ভেদলের (সাইলেন্ট ফ্রেন্ড, সুইডেন)।
সম্মানসূচক স্বর্ণসিংহ (আজীবন সম্মাননা)।
ভেরনার হারজগ (পরিচালক, জার্মানি)।
কিম নোভাক (অভিনেত্রী, যুক্তরাষ্ট্র)।
গ্লোরি টু দ্য ফিল্মমেকার অ্যাওয়ার্ড
জুলিয়ান শ্নাবেল (যুক্তরাষ্ট্র),
প্যাশন ফর ফিল্ম অ্যাওয়ার্ড
গাস ভ্যান স্যান্ট (পরিচালক, যুক্তরাষ্ট্র)
হরাইজনস শাখা
সেরা সিনেমা: অন দ্য রোড (দাভিদ পাবলোস, মেক্সিকো)
সেরা পরিচালক: আনুপর্ণা রায় (সংস অব ফরগটেন ট্রিস, ভারত), স্পেশাল জুরি প্রাইজ: লস্ট ল্যান্ড (আকিয়ো ফুজিমোতো, জাপান), সেরা অভিনেত্রী: বেনেদেত্তা পোরকারোলি (দ্য কিডন্যাপিং অব আরাবেল্লা, ইতালি), সেরা অভিনেতা: জাকোমো কোভি (অ্যা ইয়ার অব স্কুল, ইতালি), সেরা চিত্রনাট্য: দ্য আইভি (আনা ক্রিস্টিনা বারাগান, ইকুয়েডর), সেরা শর্ট ফিল্ম: উইদাউট কেলি (লোভিসা সিরিয়েন, সুইডেন)।
ভেনিস স্পটলাইট
আরমানি বিউটি অডিয়েন্স অ্যাওয়ার্ড: মালাগা স্ট্রিট (মরিয়ম তুজানি, মরক্কো)।
লায়ন অব দ্য ফিউচার
সেরা নতুন পরিচালক (লুইজি দে লাউরান্তিস অ্যাওয়ার্ড): নাস্তিয়া করকিয়া (শর্ট সামার, জার্মানি)।
ভেনিস ক্ল্যাসিকস
সিনেমার সেরা প্রামাণ্যচিত্র: মাতা হারি (জো বেশেনকোভস্কি, জেমস স্মিথ), সেরা পুনরুদ্ধার করা সিনেমা: বাশু, দ্য লিটল স্ট্রেঞ্জার (১৯৮৫, বাহরাম বেইজাই)।
ভেনিস ইমারসিভ
গ্র্যান্ড জুরি প্রাইজ: দ্য ক্লাউডস আর টু থাউজেন্ড মিটারস আপ (সিংগিং চেন, তাইওয়ান), স্পেশাল জুরি প্রাইজ: লেস দ্যান ফাইভজিআর অর স্যাফ্রন (নেগার মোতেভালিমাইদঁনশা, ফ্রান্স), অ্যাচিভমেন্ট প্রাইজ: অ্যা লং গুডবাই (কেট ভোট, ভিক্টর মায়েস; বেলজিয়াম)
ভেনিস উৎসবের সমাপনী মঞ্চে ভারতীয় পরিচালক অনুপর্ণা রায়।
ভেনিস উৎসবের সমাপনী মঞ্চে ভারতীয় পরিচালক অনুপর্ণা রায়
মুক্ত পুরস্কার
ফিপরেসি অ্যাওয়ার্ডস
সেরা সিনেমা (মূল প্রতিযোগিতা): সাইলেন্ট ফ্রেন্ড (ইলদিকো এনিয়েদি, হাঙ্গেরি)
সেরা সিনেমা (অন্যান্য শাখা): অ্যাগন (জুলিও বেরতেল্লি, ইতালি)
কুইয়ার লায়ন
অন দ্য রোড (দাভিদ পাবলোস, মেক্সিকো)
আরও পড়ুন