জটিল রোগে ভুগছেন স্পাইডারম্যান খ্যাত টম হল্যান্ড
প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

হলিউডের জনপ্রিয় অভিনেতা এবং স্পাইডারম্যান খ্যাত তারকা টম হল্যান্ড জটিল রোগে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ডিসলেক্সিয়া ও অ্যাটেনশন-ডেফিসিট/হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডার (এডিএইচডি) নিয়ে লড়াই করছেন তিনি।
আইজিএনকে দেওয়া সাক্ষাৎকারে হল্যান্ড বলেন, ‘আমার এডিএইচডি এবং ডিসলেক্সিয়া আছে। নতুন কোনো চরিত্র হাতে পেলে প্রথমে আমি কিছুটা ভয় পাই। চরিত্র ফুটিয়ে তোলার সময় এই চ্যালেঞ্জগুলো প্রায়ই সামনে আসে।’
তবে এই সমস্যাকে তিনি ভিন্নভাবে মোকাবিলা করেন। হল্যান্ডের ভাষায়, ‘আমি আমার ভেতরের শিশুসত্ত্বাকে জাগিয়ে তুলি। খেলার ছলে চরিত্রে ঢোকার চেষ্টা করি। এমন কিছুতে যুক্ত হওয়া উচিত যা আমাদের সৃজনশীল হতে সাহায্য করে এবং প্রচলিত ধারার বাইরে ভাবতে শেখায়।’
মাত্র ৭ বছর বয়সেই তার এই রোগ ধরা পড়ে। বিশেষত পড়া ও বানানের ক্ষেত্রে তিনি সমস্যার মুখোমুখি হন। তবুও দৃঢ় মনোবল ও অভিনয়ের প্রতি ভালোবাসায় তিনি এখন হলিউডের অন্যতম সফল অভিনেতা হিসেবে জায়গা করে নিয়েছেন।
আরও পড়ুন