Advertisement

সন্ত্রাসে ম্লান অন্তর্বর্তী সরকারের সাফল্য : ইসলামী আন্দোলন

কালবেলা

প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেছেন, হাসিনার পতনের পরে গঠিত অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের নানা সমালোচনা থাকলেও সামগ্রিক বিবেচনায় দেশ সঠিক পথেই চালিত হচ্ছে বলেই আমরা মনে করি। তবে সন্ত্রাস দমনে ও জননিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের ব্যর্থতা প্রকট আকার ধারণ করেছে। এটা অন্তর্বর্তী সরকারের সব অবদান ছাপিয়ে বড় হয়ে দেখা দিয়েছে। এখনো যদি সরকার সন্ত্রাস দমনে কঠোর না হয় তাহলে আসন্ন নির্বাচনও অনিশ্চিত হয়ে পড়বে।

রোববার (১০ আগস্ট) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী একটা ভয়ংকর পরিস্থিতির ভেতর দিয়ে গেছে সেটা সত্য। কিন্তু এক বছর যথেষ্ট সময় আইনশৃঙ্খলা বাহিনীকে পুনরুদ্ধার করার জন্য। পুলিশের পোশাক পরিবর্তনসহ সামগ্রিক সংস্কারের কথা শুরুতে আলোচিত হলেও সেটা করা হয়নি। পুলিশের বেশিরভাগ সদস্য ফ্যাসিবাদের সময়ে নিয়োগপ্রাপ্ত হওয়া সত্ত্বেও এবং তাদের থেকে অব্যাহত অসহযোগিতা সত্ত্বেও পুলিশ বাহিনীতে বড় ধরনের কোনো সংস্কার করা হয়নি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, দাগি আসামিদের কেবল চাকরিচ্যুত করা হয়েছে; তাও সংখ্যায় বেশি না। ফলে জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে আছে। সে কারণেই আইনশৃঙ্খলার কোনো উন্নতি হয়নি। বরং ভয়ংকর নির্মমতায় ব্যবসায়ী হত্যা ও সাংবাদিক হত্যার ঘটনা ঘটেই চলেছে। এমন পরিস্থিতিতে উৎসবমুখর নির্বাচন করার যে আশাবাদ প্রধান উপদেষ্টা ব্যক্ত করেছেন সেই আশায় গুড়ে বালি পড়বে বলেই ধরে নেওয়া যায়।

মাওলানা ইউনুস আহমাদ বলেন, ঢাকার নিউমার্কেটে দেশি অস্ত্রের বিশাল মজুত পাওয়া গেছে। এমন মজুত আরও কত জায়গায় গড়ে তোলা হয়েছে তা নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ছে। জনমনে আতঙ্ক বিরাজ করছে। পতিত ফ্যাসিবাদ ও তাদের পৃষ্ঠপোষক ভারত যে কত ভয়ংকর হতে পারে তা এই সরকার বুঝতে ভুল করেছে। তারা আওয়ামী লীগ ও ভারতকে মূল্যায়নে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার ফলাফল ভয়াবহ হতে পারে।

তিনি আরও বলেন, আমাদের আশার স্থল বাংলাদেশ সেনাবাহিনী মাঠে থাকার পরও বর্তমান পরিস্থিতি আমাদের ভাবিত করছে। তাই সরকারকে বলবো, দ্রুত ও জরুরি পদক্ষেপ নিন। যা যা করণীয় তা করুন। সরকারের প্রধান কাজ হিসেবে সন্ত্রাস দমনকে বিবেচনা করে পুরো শক্তি নিয়োগ করুন। অন্যথায় পরাজিত শক্তি নৃশংস মরণকামড় দিয়ে বসতে পারে।

Lading . . .