আসন্ন ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল সংসদ নির্বাচন ’২৫-এ জিএস পদপ্রার্থী শাকিল আহম্মেদ
প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫

আসন্ন ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল সংসদ নির্বাচন ২০২৫-এ সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থীতা ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী শাকিল আহম্মেদ। তিনি বর্তমানে হলের আবাসিক শিক্ষার্থী।
বুধবার (২০ আগস্ট) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে শাকিল তার প্রার্থীতা ঘোষণা করেন। পোস্টে তিনি লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আন্দোলন-সংগ্রামের সূতিকাগার ও শতবর্ষী ঐতিহ্যবাহী ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল সংসদ নির্বাচনে আমি সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থীতা ঘোষণা করছি।”
শাকিল আহম্মেদ আরও বলেন, “আমার কাছে এই যাত্রা কেবল আমার ব্যক্তিগত কোনো যাত্রা নয়, বরং এটি আমার সকল অগ্রজ, অনুজ, বন্ধু ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত যাত্রা। আমি বিশ্বাস করি এই যাত্রায় আমার প্রতি আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন থাকবে।”
উল্লেখ্য, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যেই নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীরা ধাপে ধাপে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন।
আরও পড়ুন