সাদিক কায়েমকে ঘিরে ‘রাজাকার’ স্লোগান ছাত্রদল কর্মীদের
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার একটু আগে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েমকে লক্ষ্য করে ছাত্রদল সমর্থক নেতাকর্মীরা ‘রাজাকার, রাজাকার’ বলে স্লোগান দেন। এসময় তাদের ‘রাজাকার আর স্বৈরাচার, মিলেমিশে একাকার’ স্লোগান দিতেও দেখা যায়।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে ভোট প্রদানের লাইনে দাঁড়িয়ে থাকা ছাত্রদল কর্মীদের এমন স্লোগান দিতে দেখা যায়।
ছাত্রদল সমর্থিত হাজী মুহাম্মদ মহসীন হলের ভিপি প্রার্থী আবুজর গিফারী ইফাত সাংবাদিকদের বলেন, শিবির সবসময়ই দেশের স্বাধীনতাবিরোধী শক্তি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর স্বাধীনতাবিরোধী শক্তি কখনও এক হতে পারে না।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, বিশেষ করে অনাবাসিক নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এর দায় নিতে হবে।
আরও পড়ুন