Advertisement

শহীদদের স্মরণে ছাত্রদলের সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান

গণকন্ঠ

প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

24obnd

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থনে শহীদ হওয়া ছাত্র-জনতাকে স্মরণ করতে আজ রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুর আড়াইটায় শুরু হতে যাওয়া এ সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য, শীর্ষস্থানীয় নেতা এবং সাবেক ছাত্রনেতারা সমাবেশে অংশ নেবেন বলে জানা গেছে।

প্রথমে সমাবেশটি জাতীয় শহীদ মিনারে আয়োজনের কথা থাকলেও পরে তা শাহবাগে স্থানান্তর করা হয়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একই সময় শহীদ মিনারে কর্মসূচি ঘোষণার পর ছাত্রদল অবস্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

সমাবেশকে কেন্দ্র করে জনদুর্ভোগ কমাতে ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে ছাত্রদল আগাম দুঃখ প্রকাশের পাশাপাশি ছয় দফা নির্দেশনা জারি করেছে। নির্দেশনাগুলো হলো:

১. সমাবেশে কোনো ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড বহন করা যাবে না।

২. অংশগ্রহণকারী সব ইউনিটকে সমাবেশস্থলে শুরু থেকে শেষ পর্যন্ত নির্ধারিত স্থানে অবস্থান করতে হবে।

৩. কাঁটাবন মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুল্যান্সসহ জরুরি সেবার যানবাহন চলাচলে সহযোগিতা করতে হবে।

৪. কোনো ইউনিটের গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে না।

৫. ব্যক্তিগত শো-ডাউন বা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করা যাবে না।

৬. সমাবেশ শেষে নির্ধারিত স্থান পরিচ্ছন্ন রেখে ত্যাগ করতে হবে।

ছাত্রদলের নেতারা জানান, জনগণের প্রতি শ্রদ্ধা রেখে এবং শহীদদের স্মৃতিকে সম্মান জানিয়ে এ কর্মসূচি সর্বাত্মক শান্তিপূর্ণভাবে পালন করা হবে। শাহবাগ এলাকায় এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন

Lading . . .