Advertisement

‘ছাত্রসংগঠনগুলো বসে সিদ্ধান্ত নিলে বিদ্বেষমূলক পরিস্থিতি তৈরি হতো না’

চ্যানেল আই

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেছেন, ছাত্রসংগঠনগুলো নিজেরা বসে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারলে মুখোমুখি বিদ্বেষমূলক পরিস্থিতি তৈরি হতো না।

আজ শনিবার (৯ আগস্ট) বেলা পাঁচটায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শিক্ষার্থীবান্ধব একটা সিদ্ধান্ত নিয়ে আগামীতে ছাত্র রাজনীতি কিভাবে চলবে তার রূপরেখা নিলে শিক্ষার্থী এবং ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মুখোমুখি বিদ্বেষমূলক পরিস্থিতি তৈরি হতো না।

উপদেষ্টা আরও বলেন, ডিসেন্টালাইজ করার জন্য উত্তরবঙ্গে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম ও দক্ষিণবঙ্গে খুলনা বা বরিশাল স্টেডিয়ামে আগামী বছরের মধ্যে বিপিএল করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এবার বিপএলের কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিসিবি এনএসির কাছে থেকে অভিব্যাক্তি নিবে কি কি করা প্রয়োজন এই মাঠ সংস্কার করার জন্য। সংস্কার শেষে বিপিএলের আয়োজন করা হবে রাজশাহীতে।

এরপর রাজশাহী বিভাগীয় খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে স্টেডিয়াম ঘুরে দেখেন তিনি। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।

Lading . . .