ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না : ব্যারিস্টার শাহেদুল
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী প্রতিনিধিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজের পক্ষ থেকে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম।
সাংবাদিকদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা বিশ্বাস করি, ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনের ওপর কোনো সরাসরি প্রভাব ফেলবে না। তবে এ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার মধ্যেও ছাত্রসমাজ যে ধৈর্য, সহনশীলতা ও সংযম প্রদর্শন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। তারা সহিংসতা থেকে নিজেদের দূরে রেখেছে এবং এটিই দেশের সাধারণ মানুষ দেখতে চেয়েছিল।
তিনি বলেন, গত সরকারের আমলে দেশের নির্বাচন প্রক্রিয়া যে নাজুক ও বিতর্কিত অবস্থার মধ্যে পড়েছিল, ডাকসু নির্বাচন সেই পরিস্থিতি নতুনভাবে উপলব্ধি করতে সাহায্য করেছে। এতে জনগণ বুঝতে পারছে, পরিবর্তনের সম্ভাবনা এখনও বিদ্যমান।
আরো পড়ুন : সন্ধ্যা ৭টার মধ্যে ঘোষণা হতে পারে ফল
ব্যারিস্টার শাহেদুল আজম মনে করেন, এখন জাতীয় নির্বাচনের দিকে মনোযোগ দেওয়ার সময় এসেছে। তিনি বলেন, ডাকসু নির্বাচন একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে দেশের সামগ্রিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে হলে জাতীয় নির্বাচনের প্রতি এখন গুরুত্ব দিতে হবে।
তার মতে, ডাকসুতে অংশগ্রহণকারীরা প্রমাণ করেছেন ছাত্রসমাজ এখনো গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী। তিনি আশা প্রকাশ করেন, এই নেতৃত্ব ভবিষ্যতেও দেশের রাজনীতিতে ইতিবাচক অবদান রাখবে।
এনডিএম মনে করে, ডাকসু নির্বাচন ঘিরে নানা বিতর্ক ও আশঙ্কার মধ্যেও সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হওয়া একটি বড় ইতিবাচক দিক। তাদের মতে, এটি দেশের গণতন্ত্র পুনর্গঠনে নতুন আস্থার জন্ম দিয়েছে।