Advertisement

ডাকসু: সব মতের শিক্ষার্থীদের নিয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়তে চায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট

প্রথম আলো

প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচনে শেষদিনের প্রচারে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম, সমাজবিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৭ আগস্টছবি: প্রথম আলো
ডাকসু নির্বাচনে শেষদিনের প্রচারে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম, সমাজবিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৭ আগস্টছবি: প্রথম আলো

সব দল মতের শিক্ষার্থীদের নিয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়তে চান বলে জানিয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ডাকসু নির্বাচন সামনে রেখে শেষদিনের মতো প্রচারের পর গতকাল রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যানটিনের সামনে সংবাদ সম্মেলন করে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং প্রচার-প্রচারণাসহ সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেছেন এই জোটের নেতারা।

ডাকসু নির্বাচনের জন্য এই প্যানেল থেকে সহ সভাপতি (ভিপি) প্রার্থী সাদিক কায়েম বলেন, ‘আমরা চেষ্টা করেছি সব শিক্ষার্থীর কাছে যাওয়ার জন্য। সবার কাছে আমাদের মূল বার্তা ছিল, শিক্ষার্থীদের কথাই আমাদের কথা, তাঁদের আকাঙ্ক্ষাই আমাদের আকাঙ্ক্ষা।’

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করার চেষ্টা করবেন বলে জানান সাদিক কায়েম। তিনি বলেন, ‘আগামী এক মাসে কোন কোন কাজ করব তা ইশতেহারে দিয়েছি। আমরা আমাদের নীতিগত জায়গায় কাজ করব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করব। শিক্ষক মূল্যায়ন নিয়ে কাজ করব। লাইব্রেরি সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে কাজ করব।’

নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন এই প্রার্থী। বলেন, শিক্ষার্থী বোনদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের লড়াই চলবে।

প্যানেলের সাধারণ সম্পাদক ( জিএস) প্রার্থী এস এম ফরহাদ প্রচারে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পেয়েছেন বলে জানান। সংবাদ সম্মেলনে ফরহাদ বলেন, ‘আমরা আমাদের ইশতেহারগুলো শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পেয়েছি।’ তিনি বলেছেন, ‘আমরা সব দল মতের শিক্ষার্থীদের নিয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়তে চাই।’

আগামীকাল মঙ্গলবার ডাকসু নির্বাচন। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচনের আগে রোববার ছিল প্রচারের শেষদিন।

Lading . . .