Advertisement

ডাকসু নির্বাচনের দিনে আব্দুল হান্নান মাসউদের যে বার্তা

চ্যানেল আই

প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। চলছে ভোট গ্রহণ।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোষ্ট দিয়েছেন মাসউদ।

পোষ্টে আব্দুল হান্নান মাসউদ লিখেছেন, ‘হে ঢাবি, ভোট দেয়ার আগে একবার ভাইবেন ৫ তারিখের আগে কাদের আপনারা চিনতেন, কাদের পাশে পেয়েছিলেন, কারা আপনাদের দুঃসময়ে পাশে দাঁড়াতে গিয়ে মাইর খেয়েছে, জেল খেটেছে।’

তিনি আরও লিখেছেন, ‘ভাবুন, তারপর ভোটটা দিয়েন। ৫ তারিখের আগে যারা লুকিয়ে ছিলো, শিক্ষার্থীরা যখন নির্যাতিত হচ্ছিলো ছাত্রলীগ কর্তৃক তখন যারা ছাত্রলীগেরই মিছিলে যেতো- তাদের ভোট দেয়ার আগে আরেকবার ভাবুন।’

অবশেষে এনসিপি লিখেছেন, অতোটা অপরিনামদর্শী হইয়েন না। নোটঃ ডাকসু নিয়ে এটাই আমার প্রথম এবং শেষ পোস্ট। ধন্যবাদ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। বিকেল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। ডাকসু নির্বাচন ঘিরে সোমবার রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে, যা আগামী বুধবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

Lading . . .