নিরপেক্ষ প্রশাসন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: মোবারক হোসাইন
প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেছেন, ফ্যাসিবাদের পতনের পর দেশবাসীর প্রত্যাশা অনেক বেড়েছে। বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন পুনর্গঠন জরুরি।
শনিবার (৯ আগস্ট) সকালে কুষ্টিয়া জেলা জামায়াত আয়োজিত জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোবারক হোসাইন বলেন, নিরপেক্ষ প্রশাসন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে এখনো ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে রয়েছে। তাই প্রশাসনকে ঢেলে সাজাতে হবে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকেই জুলাই যোদ্ধাদের আইনগত সুরক্ষা দিতে হবে এবং শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসনের জন্য প্রত্যেক পরিবারে অন্তত একজনকে যোগ্যতানুযায়ী চাকরি দিতে হবে।
বিশ্বে বর্তমানে ৯০টির বেশি দেশে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই পদ্ধতিতে প্রতিটি ভোটের মূল্যায়ন হয়, ছোট-বড় সব দল সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পায় এবং একক কোনো দলের পক্ষে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ থাকে না। তাই তিনি ফ্যাসিবাদের পথ রুদ্ধ করতে পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার আহ্বান জানান।