প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মৌন মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শনিবার (৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে মিছিলটি শুরু হয়ে হলপাড়া হয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসিতে) পায়রা চত্বরে এসে শেষ হয়।
মিছিলে শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহসহ শাখা ছাত্রদলের সদ্য প্রকাশিত আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা কোনো ধরনের স্লোগান না দিয়ে শুধু হাততালি দিয়ে মৌন মিছিল শেষ করেন।
এর আগে ঢাবির ১৮টি হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শুক্রবার (৮ আগস্ট) মধ্যরাতে উত্তাল হয়ে উঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীরা টিএসসি এলাকায় জড়ো হয়ে মিছিল বের করেন। আন্দোলনকারীরা ‘হল কমিটির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘গুপ্ত কমিটির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন।
ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে দীর্ঘ সময় বিক্ষোভ শেষে শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ হলগুলোতে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন।