Advertisement

জুলাই অভ্যুত্থান দিবসে কক্সবাজার সফর: সারজিস, হাসনাতসহ এনসিপির ৫ নেতাকে শোকজ

চ্যানেল আই

প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

‘জুলাই অভ্যুত্থান দিবস’-এর প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি চলাকালে দলের অনুমোদন ছাড়া কক্সবাজার সফরের কারণে দলটির উত্তরাঞ্চলীয় ও দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম হাসনাত আব্দুল্লাহ সহ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

বুধবার দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক নোটিশে বলা হয়, ৫ আগস্ট ‘জুলাই অভ্যুত্থান দিবস’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় ও দলীয় কর্মসূচি চলাকালে সারজিস আলমসহ কয়েকজন নেতা কক্সবাজার সফরে যান, যা পূর্বানুমতি ছাড়াই হয়েছে।

নোটিশে তাদের এমন পদক্ষেপকে ‘রাজনৈতিকভাবে গুরুত্বহীন ও দায়িত্বজ্ঞানহীন’ বলে উল্লেখ করা হয়েছে।

শোকজ পাওয়া পাঁচ নেতা হলেন- মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

তাদের ২৪ ঘণ্টার মধ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের কাছে স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এর আগে কক্সবাজারের একটি পাঁচতারা হোটেলে এনসিপি নেতাদের সঙ্গে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠক হয়েছে- এমন খবর কয়েকটি গণমাধ্যমে প্রকাশ করে। যদিও সংশ্লিষ্ট নেতারা দাবি করেন, তারা নিছক ব্যক্তিগত ভ্রমণে কক্সবাজার গিয়েছিলেন।

তবে ‘জুলাই অভ্যুত্থান দিবসে’ এনসিপির কেন্দ্রীয় নেতাদের কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পায় (আগের নাম রয়েল টিউলিপ) অবকাশ যাপন নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়েছে।

আরও পড়ুন

Lading . . .