মোস্তাফিজার রহমান মোস্তফার বক্তব্য ব্যক্তিগত: শামীম হায়দার
প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী স্পষ্ট করে জানিয়েছেন যে, আওয়ামী লীগ ‘ক্লিন ইমেজ’ নেতাদের মনোনয়ন নিয়ে দলটির নেতা মোস্তাফিজার রহমান মোস্তফার দেয়া বক্তব্য সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত মতামত। এই বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও তিনি নিশ্চিত করেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) তিনি বলেন, জাতীয় পার্টির কোনো সিদ্ধান্ত ছাড়াই কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দল বা নেতাদের সম্পর্কে মন্তব্য করেন, সেটিকে দলীয় অবস্থান হিসেবে দেখার সুযোগ নেই।
উল্লেখ্য, শনিবার রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে রংপুর বিভাগের ৮ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, জাতীয় পার্টিতে যোগদানকারী আওয়ামী লীগের ক্লিন ইমেজ ও নির্বাচনে জয়লাভ করতে পারবেন এমন নেতাদের মনোনয়ন দেওয়া হবে।