চ্যানেল আই
প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ ৮ বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন এর শুভ উদ্বোধন করেন।
সোমবার ৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় ঠাকুরগাঁও সরকারি বালক সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত,পতাকা উত্তলন, বেলুন ও পায়রা উড়িয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন।
এছাড়াও প্রধান বক্তা হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিশেষ অতিথি হিসেবে বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।