প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

আজ মঙ্গলবার। ৫ আগস্ট ২০২৫ ইংরেজি, ২১ শ্রাবণ ১৪৩২ বাংলা, ১০ সফর ১৪৪৭ হিজরি। পবিত্র ইসলাম ধর্মে প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ ইবাদত। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় বিবেচনায় রেখে নির্ধারিত হয় প্রতিটি নামাজের সময়। ঢাকার জন্য আজকের নামাজের সময়সূচি নিচে দেওয়া হলো:
নামাজের সময়সূচি
> ফজর- ৪:০৮ মিনিট।
> জোহর- ১২:০৮ মিনিট।
> আসর- ৪:৪২ মিনিট।
> মাগরিব- ৬:৪৪ মিনিট।
> ইশা- ৮:০৪ মিনিট।
> আজ সূর্যাস্ত- ৬:৩৯ মিনিট।
> আজ সূর্যোদয়- ৫:২৯ মিনিট।
বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-
বিয়োগ করতে হবে
> চট্টগ্রাম: -০৫ মিনিট।
> সিলেট: -০৬ মিনিট।
যোগ করতে হবে
> খুলনা: +০৩ মিনিট।
> রাজশাহী: +০৭ মিনিট।
> রংপুর: +০৮ মিনিট।
> বরিশাল: +০১ মিনিট।
আজকের এই কল্যাণময় দিনে যথাসময়ে নামাজ আদায় করে আত্মিক প্রশান্তি অর্জনের তাগিদ রইল।
তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন
আরও পড়ুন