Advertisement

পরকালের সফলতাই প্রকৃত সফলতা

কালবেলা

প্রকাশ: ২২ আগস্ট, ২০২৫

পরকালের সফলতাই প্রকৃত সফলতা
পরকালের সফলতাই প্রকৃত সফলতা

আল্লাহতায়ালা বলেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আর কেয়ামতের দিন তোমাদের কর্মফল পরিপূর্ণভাবে দেওয়া হবে। তারপর যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সে-ই হবে সফলকাম। পার্থিব জীবন তো ধোঁকা ছাড়া অন্য কিছু নয়!’ (সুরা আলে ইমরান: ১৮৫)

শিক্ষা

১. ইচ্ছায় হোক বা অনিচ্ছায়, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। পৃথিবীর জীবন হচ্ছে পরকালের অনন্ত জীবনের প্রস্তুতির জন্য।

২. পৃথিবীতে যে যেমন আমল নিয়ে যাবে, পরকালে সে অনুরূপ কর্মফল লাভ করবে। পরকালে যে জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাতে প্রবেশের সনদ পাবে, সেই হবে প্রকৃত সফল ব্যক্তি।

৩. পৃথিবীর জীবন মূলত ধোঁকা ও মরীচিকা। দেখতে দেখতেই পৃথিবীর স্বল্প সময়ের জীবন শেষ হয়ে যাবে। তাই মৃত্যুর আগেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা চাই।

আরও পড়ুন

Lading . . .