মিলনের পর কোন অবস্থায় তায়াম্মুম করে নামাজ পড়া যাবে
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৫

প্রশ্ন: স্বামী-স্ত্রী মিলনের পর কোন অবস্থায় তায়াম্মুম করে নামাজ পড়া যাবে?
উত্তর: ইসলামে যৌনমিলনের (সহবাস) পর গোসল ফরজ। আল্লাহ তাআলা বলেন—“তোমরা যদি অপবিত্র (জুনুব) অবস্থায় থাক তবে ভালোভাবে পবিত্র হয়ে নাও।” (মায়েদা: ৬)
কিন্তু যদি পানি ব্যবহার প্রাণনাশ, রোগ বৃদ্ধি বা মারাত্মক কষ্টের কারণ হয়, তবে আল্লাহ তাআলা তায়াম্মুমের অনুমতি দিয়েছেন।
তিনি বলেন—“আর যদি অসুস্থ হও অথবা সফরে থাক..এবং পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো।”(মায়েদা:৬)
রাসূলুল্লাহ সা. বলেছেন, “মাটিই মুসলমানের জন্য পবিত্র করার বস্তু, যদিও দশ বছর পানি না পায়। তারপর যখন পানি পাবে, তখন তা দিয়ে গা ধুয়ে নেবে।”সুনান আবু দাউদ, হাদিস নং-৩৩২
আল-আসলে ইমাম মুহাম্মদ (রহ.) লিখেছেন—“যদি অসুস্থতার কারণে পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে তবে তার জন্য তায়াম্মুম বৈধ
অতএব, সাধারণ অবস্থায় গোসল ছাড়া নামাজ পড়া জায়েজ নয়। তবে ইসলাম সহজ ধর্ম। যদি পানি ব্যবহার করলে প্রাণনাশ, গুরুতর অসুস্থতা বা রোগ বৃদ্ধি হওয়ার প্রবল আশঙ্কা থাকে, তখন গোসলের পরিবর্তে তায়াম্মুম করা বৈধ।
সূত্র: সুরা মায়েদা, আয়াত ৬; সুনান আবু দাউদ, হাদিস নং-৩৩২; আল-আসল, ইমাম মুহাম্মদ: ১/৮৬, ১০৪; রদ্দুল মুহতার (ফাতাওয়া শামী): ১/২৮৩; ফাতাওয়া আল-হিন্দিয়া (আলমগীরি): ১/৩৯
উত্তর দিয়েছেন- মুফতি সফিউল্লাহ, উস্তাযুল হাদিস, জামিয়া মিফতাহুল উলুম, নেত্রকোনা
আরও পড়ুন