প্রতীকী ছবি

মিজানুর রহমানের তাফসির অনুষ্ঠানে সোনার গয়না চুরির অভিযোগে ৮ নারী আটক

চাঁপাইনবাবগঞ্জে ইসলামি বক্তা মিজানুর রহমানের তাফসির অনুষ্ঠানে নারীদের প্যান্ডেল থেকে সোনার গয়না চুরির অভিযোগে আট নারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল শনিবার সদর উপজেলার রানিহাটি ইউনিয়নে অনুষ্ঠানস্থলে এ ঘটনা ঘটে।

গতকাল রাতে সদর থানায় সোনার গয়না চুরির অভিযোগে ৩২টি ও মুঠোফোন চুরির অভিযোগে ১৯টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইস উদ্দীন এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক নারীদের মধ্যে হবিগঞ্জের পাঁচজন, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও সাভারের একজন করে। তাঁরা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য ও বেদে সম্প্রদায়ের। বোরকা পরে মাহফিলে নারীদের প্যান্ডেলে ঢুকে স্বর্ণালংকার চুরি করার সময় নারীদের হাতে ধরা পড়েন। পরে তাঁদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। তাঁদের নাম-ঠিকানা যাচাই করা হচ্ছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।