রক্তাক্ত অবস্থায় অটোচালককে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। গতকাল শনিবার রাতেছবি: প্রথম আলো

বগুড়ার শেরপুরে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই

বগুড়ার শেরপুরে অটোরিকশাচালককে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়েছে ছিনতাইকারী। গতকাল শনিবার রাত ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌরশহরের উপজেলা গেটের সামনে এ ঘটনা ঘটে।

ওই চালককে রক্তাক্ত অবস্থায় মহাসড়কের পাশে ফেলে যায় ছিনতাইকারী। ওই অটোরিকশাচালকের নাম মো. নাহিদ (৩০)। তাঁর বাড়ি উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদাইশপাড়া গ্রামে।

খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় ওই গাড়িচালককে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, ওই চালকের ডান হাতের কবজি এবং বাঁ কানের পেছনে ধারালো অস্ত্রের গুরুতর জখম আছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত অটোরিকশাচালক মো. নাহিদ বলেন, ধুনট রোড বাসস্ট্যান্ড থেকে যাত্রী সেজে এক যুবক (২৫) তাঁর অটোরিকশায় ওঠেন। উপজেলা গেটের সামনে যাওয়ার পর পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরে একাধিকবার আঘাত করেন ওই যুবক। একপর্যায়ে গাড়ি থেকে তাঁকে মহাসড়কের পাশে ফেলে দিয়ে তাঁর গাড়িটি নিয়ে চলে যান বগুড়ার দিকে। পরে স্থানীয় লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছিনতাই হয়ে যাওয়া গাড়িটি উদ্ধারে তাঁরা অনুসন্ধান শুরু করেছেন।