ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে শিশুসহ তার মা–বাবা দগ্ধ হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ছয়টার দিকে দুর্গাপুর চালাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে তাঁদের ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে নেওয়া হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন মো. জাহাঙ্গীর (৩২), তাঁর স্ত্রী বিউটি বেগম (২৮) এবং এই দম্পতির মেয়ে তোহা (৫)। জাহাঙ্গীর ওষুধ কারখানায় এবং বিউটি চামড়াজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কাজ করেন।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, আগুনে মো. জাহাঙ্গীরের শরীরের ৯২ শতাংশ, বিউটির ৩৩ শতাংশ ও তোহার ৮০ শতাংশ পুড়ে গেছে।
আশুলিয়ার দুর্গাপুর চালাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন জাহাঙ্গীর আলম ও বিউটি বেগম দম্পতি। গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে রান্না করতেন তাঁরা। আজ সকাল সাড়ে ছয়টার দিকে গ্যাসের সিলিন্ডার নিয়ে ঘরের বাইরে আসেন জাহাঙ্গীর। তাঁর শরীরে আগুন জ্বলছিল। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং তাঁর শরীর ও ঘরের আগুন নিভিয়ে ফেলেন। আগুনে বিউটি বেগম ও তোহা দগ্ধ হয়। প্রতিবেশীরা তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে তাঁদের ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে নেওয়া হয়।
প্রতিবেশী আসমা আক্তার বলেন, ‘ওদের দরজা বন্ধ ছিল। রান্না করতে গেলে গ্যাস (সিলিন্ডার) ব্লাস্ট (বিস্ফোরণ) হয়ে আগুন ধইরা গেছে। ভাই (জাহাঙ্গীর) সিলিন্ডার হাতে নিয়ে ঘরের বাইরে আসে। ভাবি ভাবি বইলা চিল্লাইছে। ঘর থিকা বাইর হইয়া দেখি, তার সারা শরীরে আগুন। পরে সবাই মিলা আগুন নিভাইছে।’