সরকারি চাল দেওয়ার কথা বলে ভ্যান নিয়ে পালাল প্রতারক চক্র
অভাবের সংসার ওমর আলীর (৬৫)। ভ্যান চালান তিনি। স্ত্রীকে নিয়ে তাঁর ছোট সংসার। ভ্যান চালিয়ে যে টাকায় আয় হয়, তা দিয়ে সংসার চালাতে কষ্ট হয়। এ রকম পরিস্থিতিতে এক প্রতারক চক্রের খপ্পরে পড়েন তিনি। সরকারি চাল দেওয়ার কথা বলে ওই চক্র তাঁর আয়ের একমাত্র অবলম্বন ভ্যানটি নিয়ে গেছে।
শনিবার পিরোজপুরের নাজিরপুর শহরের সরকারি বালক বিদ্যালয়ের এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ওমর আলীর কান্না থামছে না। বাড়িতেও যেতে চাচ্ছেন না তিনি। তাঁর বাড়ি নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের পাতীলাখালী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকালেও ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন ওমর আলী। দুপুর ১২টার দিকে যাত্রীবেশে দুজন তাঁকে সরকারি চাল দেওয়ার কথা বলে কৌশলে তাঁকে পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত সরকারি বালক বিদ্যালয়ের কাছে নিয়ে যায়। পরে সরকারি বালক বিদ্যালয়ের এলাকায় এলে ভ্যান রেখে একজন ওমর আলীকে বিদ্যালয়ের ভেতর থেকে কিছু মালামাল আনতে পাঠায়। ওমর আলী বিদ্যালয়ের ভেতরে গেলে ভ্যান নিয়ে পালিয়ে যায় তারা।
কাঁদতে কাঁদতে ওমর আলী বলেন, ‘কলেজের দিকে চলেন বলে দুই ব্যক্তি আমার ভ্যান ভাড়া নিছে। আমি সরল মনে ভাড়া নিয়ে আইছি। আসার পরে আমাকে সরকারি চালের কার্ড দেওয়া হবে জানান। তাঁরা আমাকে বলেন, “আপনি এই কার্ড দিয়ে পাঁচ কেজি চাল পাবেন আর কলেজের ভেতর থেকে থেকে কিছু মাল এনে দেওয়ার পর আপনাকে দুই শ টাকা দেওয়া হবে।’ তাঁদের কথা শুনে আমি কলেজের ভেতরে যাই। কিন্তু কিছুক্ষণ পর বিদ্যালয়ের বাইরে এসে দেখি ভ্যান নেই। ওই ব্যক্তিরা ভ্যান নিয়ে পালিয়ে গেছে। ২৫-৩০ বছর ভ্যান চালিয়ে সংসার চালাই। ভ্যান না ফিরে পেলে আমার আর কোনো উপায় নাই।’
ভ্যান চুরির ঘটনায় ওমর আলীর স্ত্রী নাজিরপুর থানায় কটি অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, ‘অনেক কষ্টে এই ভ্যানটি কিনেছিলাম। এই ভ্যানটা চুরি হয়ে গেল। এখন তো আমাদের পথে বসতে হবে।’
নাজিরপুর থানার পরিদর্শক তদন্ত (ওসি) শেখ হেলাল উদ্দিন বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই চোর চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।