লন্ডনে অরিজিৎ সিংয়ের একটি কনসার্ট চলাকালীন অপ্রত্যাশিত এক ঘটনা ঘটেছে। মঞ্চে তখন সুরের জাদুতে দর্শককে ভাসিয়ে নিচ্ছিলেন অরিজিৎ। হঠাৎই অন্ধকারে ডুবে গেল পুরো স্টেডিয়াম। বিদ্যুৎ চলে যাওয়ায় মুহূর্তেই বন্ধ হয়ে গেল শব্দ ও আলোর ঝলকানি। এতে হতবাক হয়ে গেলেন অরিজিৎ ও তার ভক্তরা।
ঘটনাটি ঘটে লন্ডনে অরিজিৎ সিংয়ের এক লাইভ শোতে। 'সাইয়ারা' গানটি গাওয়ার সময় রাত প্রায় সাড়ে দশটা বাজতেই স্টেডিয়ামের সব আলো নিভিয়ে দেওয়া হয়, মাইক্রোফোনও বন্ধ হয়ে যায়।
আবেগের তুঙ্গে থাকা দর্শক ও অরিজিৎ নিজেও এই আকস্মিক ঘটনায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। প্রথমে দর্শকরা কিছুটা সময় অপেক্ষা করলেও, বিদ্যুৎ না ফেরায় এক এক করে বেরিয়ে যেতে থাকেন।
আরও পড়ুন
গানটি শেষ করতে না পারায় অরিজিৎ দর্শকদের ধন্যবাদটুকুও জানাতে পারেননি। যদিও পরে জানা যায়, এটি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। লন্ডন স্টেডিয়ামের নিয়ম অনুযায়ী, রাত সাড়ে দশটার মধ্যে সব ধরনের অনুষ্ঠান শেষ করতে হয়।
যেহেতু কনসার্ট নির্ধারিত সময়ের পরেও চলছিল, তাই স্টেডিয়ামের কর্তৃপক্ষ নিয়ম মেনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা।
কেউ কেউ এই নিয়মকে সমর্থন করে বলেছেন, ‘নিয়ম সবার জন্য সমান এবং সেটা মানা উচিত।’ আবার অনেকে এর তীব্র সমালোচনা করে লিখেছেন, ‘একজন শিল্পীকে এভাবে অপমান করা একেবারেই অনুচিত।’ তবে এই বিষয়ে এখনও অরিজিৎ বা আয়োজজের পক্ষ থেকে কেউ কোনো মন্তব্য করেননি।
এমআইকে