বোমান ইরানি বলিউডে বহুমুখী প্রতিভাবান অভিনেতাদের মধ্যে অন্যতম। তার অভিনয়ের নৈপুণ্যে যেমন দর্শকরা মুগ্ধ, ঠিক তেমনি ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতাও তাকে করে তুলেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি হিউমন্স অব বম্বের এক সাক্ষাৎকারে ‘হ্যাপি নিউ ইয়ার’—এ শাহরুখ খানের সহশিল্পী হিসেবে অভিনয় করা এ অভিনেতা জানিয়েছেন বাদশাহর সঙ্গে তার বন্ধুত্বের নানা অজানা কথা।
বোমান ইরানি বলেন, শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতাও সবসময় আনন্দের। কাজের সময় কোনো সমস্যাই আমাদের জন্য ভয়ংকর মনে হয় না। আমরা জানি, একসঙ্গে থাকলে সব সামলে নিতে পারব।
এ অভিনেতা বলেন, শাহরুখ খানের হৃদয় অসাধারণ বড় এবং তার বাড়ির দরজা সবসময় খোলা থাকে সবার জন্য।
তার ভাষায়, শাহরুখের সেটে থাকতে দারুণ লাগে। তিনি মানুষের সঙ্গ পছন্দ করেন, সিনেমা বানাতে ভালোবাসেন। তার বাড়িতে সবসময় স্ন্যাক্স রাখা থাকে, যে কেউ আসুক, খেয়ে বেরিয়ে যায়। যে কোনো সময় কল করলে তিনি বলেন, ‘হ্যাঁ, আসুন।’ আমার জীবনের সেরা মুহূর্তগুলোর মধ্যে শাহরুখের নাম অবশ্যই থাকবে।