বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর শুধু অভিনেত্রীই নন, মানবিক ইস্যুতেও ঝাঁপিয়ে পড়েন রাজপথে। আর তেমনটিই অভিনেত্রী দেখিয়ে দিলেন তার জোরালো কণ্ঠস্বরে ফিলিস্তিন সংকট ঘিরে রাস্তায় নেমে সমর্থন জানাতে। সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় এক বিক্ষোভে অংশ নেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তার এ অবস্থান নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সেই সঙ্গে সমালোচিতও হোন একশ্রেণির মানুষের কাছ থেকে।
যদিও ফিলিস্তিন ইস্যু নিয়ে শুরু থেকেই সরব আছেন স্বরা ভাস্কর। এর আগেও তিনি এ বিষয়ে কথা বলেছেন। কিন্তু একশ্রেণির মানুষের কাছে অভিনেত্রী শত্রুতে পরিণত হয়েছেন। তাকে বিপাকে ফেলার চেষ্টা করছেন। স্বরা বলেন, ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার পর থেকেই ভারতের ভেতরেই তাকে সামাজিক মাধ্যমে তীব্র ট্রলের মুখে পড়তে হচ্ছে।