মা হচ্ছেন পরিণীতি চোপড়া। এবার দুই থেকে তিন হওয়ার পালা। গুঞ্জন সত্যি হয়েই গেল! নিজেরাই এ সুখবর জানালেন পরিণীতি ও রাঘব। সোমবার ইনস্টাগ্রামে একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। ছবিতে দেখা যাচ্ছে একটি ছোট্ট কেক, যার উপর আঁকা রয়েছে ছোট্ট দুটি পা। পায়ের ওপর লেখা ১+১= ৩ ব্যাস এইটুকুই।
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির (এএপি) সাংসদ-স্বামী রাঘব চাড্ডা তাদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত।
ছবির ক্যাপশনে পরিণীতি লেখেছেন, ‘আমাদের লিটল ইউনিভার্স ...আগমনের পথে।’ খুশির এই খবরে হবু বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। অভিনেতা সোনম কাপুর শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘অভিনন্দন।’ শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন ভূমি পেডনেকর এবং হুমা কুরেশিও।
শুরু থেকেই রাঘব-পরিণীতির প্রেম নিয়ে কৌতুহল ছিল অনুরাগীদের মধ্যে। প্রথমবার একসঙ্গে কপিলের শোয়ে যখন তারকা জুটি আসেন তখন তাদের প্রথম দেখা, ভালোবাসার কথা অকপটে শেয়ার করেন।