ফাইল ছবি

সুখবর দিলেন পরিণীতি ও রাঘব

মা হচ্ছেন পরিণীতি চোপড়া। এবার দুই থেকে তিন হওয়ার পালা। গুঞ্জন সত্যি হয়েই গেল! নিজেরাই এ সুখবর জানালেন পরিণীতি ও রাঘব। সোমবার ইনস্টাগ্রামে একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। ছবিতে দেখা যাচ্ছে একটি ছোট্ট কেক, যার উপর আঁকা রয়েছে ছোট্ট দুটি পা। পায়ের ওপর লেখা ১+১= ৩ ব্যাস এইটুকুই।

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির (এএপি) সাংসদ-স্বামী রাঘব চাড্ডা তাদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত।

ছবির ক্যাপশনে পরিণীতি লেখেছেন, ‘আমাদের লিটল ইউনিভার্স ...আগমনের পথে।’ খুশির এই খবরে হবু বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। অভিনেতা সোনম কাপুর শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘অভিনন্দন।’ শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন ভূমি পেডনেকর এবং হুমা কুরেশিও।

শুরু থেকেই রাঘব-পরিণীতির প্রেম নিয়ে কৌতুহল ছিল অনুরাগীদের মধ্যে। প্রথমবার একসঙ্গে কপিলের শোয়ে যখন তারকা জুটি আসেন তখন তাদের প্রথম দেখা, ভালোবাসার কথা অকপটে শেয়ার করেন।

পরিণীতি জানান, প্রথম দেখাতেই রাঘবকে পছন্দ হয়েছিল তার। তারপরেই তারা যান লাঞ্চ ডেটে। সেখান থেকেই শুরু হয় এক প্রেম কাহিনি।

সম্প্রতি, এই দম্পতিকে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে দেখা যায়। সেখানে বারবার উঠে আসছিল তারকাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও। উঠে আসে বাচ্চা নেওয়ার প্রসঙ্গও। এবার পরিণীতির মা হওয়ার খবর সামনে আসতেই আনন্দে ভাসছেন নেটিজেনরা।

রাঘব এবং পরিণীতি ২০২৩ সালে ডেটিং শুরু করেন। মে মাসে নয়াদিল্লির কাপুরথালা হাউসে বাগদান করেন। সেই বছরের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে ঐতিহ্যবাহী প্যালেসে বিয়ের বন্ধনে আবদ্ধ হন রাঘব-পরিণীতি। এবার তারা দুই থেকে তিন হওয়ার পথে।