বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের মেয়ে ত্রিশলা দত্ত।সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি এক চিন্তাশীল বার্তা শেয়ার করেছেন, যা পরিবার, সম্মান আর মানসিক শান্তি নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।
ইনস্টাগ্রাম স্টোরিতে ত্রিশলা লিখেছেন, কেবল রক্তের সম্পর্ক থাকলেই কেউ জীবনে জায়গা পাওয়ার যোগ্য হয়ে যায় না।
বিষয়টি তিনি ব্যাখ্যা করে বলেছেন, কখনো কখনো সবচেয়ে ক্লান্তিকর এবং অবহেলাকারী মানুষই ‘পরিবার ’ নামে পরিচিত হয়।
ত্রিশলার এ বার্তায় জোর দিয়ে বলা হয়, সন্তানদের অধিকার আছে বাবা-মা বা আত্মীয়দের থেকে দূরে থাকার, যদি তারা বারবার আঘাত দেয় বা অপরাধবোধে ভোগায়।
৩৭ বছর বয়সি সঞ্জয় দত্ত কন্যা লিখেছেন — ‘ মনের শান্তি পরিবারের ইমেজের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
তিনি স্পষ্ট করে দেন যে, একটা বিষাক্ত পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ধরে রাখার কোনো বাধ্যবাধকতা নেই।