ট্রাম্পের অধীনে চাকরি করতেন সুস্মিতা, জানালেন সাক্ষাতের অভিজ্ঞতা

ট্রাম্পের অধীনে চাকরি করতেন সুস্মিতা, জানালেন সাক্ষাতের অভিজ্ঞতা

ভারতের প্রথম বিশ্বসুন্দরী সুস্মিতা সেন সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ের পর বলিউডে দীর্ঘ অভিনয়জীবন কাটালেও সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারেননি। তবে অভিনয়ের পাশাপাশি নিজেকে গড়ে তুলেছেন একজন উদ্যোক্তা হিসেবেও। আশ্চর্যের বিষয়, একসময় যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংস্থায়ও কাজ করেছেন তিনি।

রাজনীতিতে আসার আগে ট্রাম্প ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম সফল শিল্পপতি এবং ১৯৯৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত মিস ইউনিভার্স অর্গানাইজেশনের মালিক ছিলেন। ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত মিস ইউনিভার্স ইন্ডিয়ার দায়িত্বও ছিল তার সংস্থার হাতে। সেই সময়ে সুস্মিতাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়, যা তিনি এককথায় গ্রহণ করেন।

সুস্মিতার ভাষায়, ‘দীর্ঘদিন ধরে ইচ্ছে ছিল এটার অংশীদার হওয়ার। যখন এর ভারতীয় ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিলাম, বলা যেতে পারে সেখানে এক বছরের জন্য চাকরি করলাম, তখন মালিক ছিলেন ডোনাল্ড ট্রাম্প। একটি বেশ জটিল চুক্তিপত্রে স্বাক্ষর করতে হয়েছিল।’

ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা স্মরণ করে সুস্মিতা বলেন, ‘কিছু মানুষ এমনিই নিজেদের ছাপ রেখে যান। সেটা তাদের কৃতিত্ব কিংবা ক্ষমতার কারণে নয়। বরং তারা কোনো বিশেষত্ব নিয়েই জন্মান।’