সংগৃহীত ছবি

সঞ্জয়লীলা বানসালির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

বলিউডের জনপ্রিয় পরিচালক সঞ্জয়লীলা বানসালির বিরুদ্ধে প্রতারণা, খারাপ আচরণ ও বিশ্বাসভঙ্গের অভিযোগ উঠেছে। শুধু বানসালি একা নয়, পরিচালকের প্রোডাকশন টিমের সঙ্গে যুক্ত আরও দুই ব্যক্তির নামেও মামলা করা হয়েছে।

ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, বানসালির বিরুদ্ধে এ অভিযোগ করেছেন রাজস্থানের বিকানেরের বাসিন্দা প্রতীকরাজ মথুর। তিনি দাবি করেছেন, ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার জন্য পরিচালকের প্রোডাকশন টিম থেকে ছবির লাইন প্রোডিউসার হিসেবে নিযুক্ত করেছিল। সেই অনুযায়ী চুক্তিও হয়েছিল। যথাসময়ে প্রাথমিক কাজ শুরু করে দিয়েছিলেন। হঠাৎ চুক্তি বাতিল করে এই প্রকল্প থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এমনকি প্রাপ্য টাকাও দেওয়া হয়নি বলে অভিযোগ।

প্রতীক আরও বলেন, তাকে বাদ দেওয়ার খবর শুনে বানসালি এবং তার টিমের সঙ্গে দেখাও করতে গিয়েছিলেন। তাদের কারও সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি তাকে। উল্টো তার সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে।

যদিও এ ঘটনা নিয়ে পরিচালকের সংস্থার পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেয়নি।

উল্লেখ্য, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’-এর পর সঞ্জয়লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় আবার জুটি বাঁধতে চলেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। পাশাপাশি এ সিনেমায় দেখা যাবে অভিনেতা ভিকি কৌশলকেও।