শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ‘জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজি আবারও ফিরছে বড়পর্দায়। প্রশাসন ব্যবস্থাকে অপমান থেকে আইনজীবীদের কাজকে বিকৃতভাবে দেখানোর অভিযোগ আসা সত্ত্বেও, সব কিছুর মাঝে দর্শকপ্রিয়তা ধরে রেখেছিল এই সিরিজ। বহুদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির পথে তৃতীয় কিস্তি। আইনি জটিলতা কাটিয়ে অবশেষে বড় পর্দায় আসতে চলেছে 'জলি এলএলবি ৩'।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার রিলিজ আটকাতে একের পর এক শহরে দায়ের হয় মামলা। এবার মুক্তির প্রাক্কালে এই ছবিকে সবুজ সংকেত দিয়ে সব গুজব উড়িয়ে দিয়েছে এলাহাবাদ হাই কোর্ট। সঙ্গীতা চন্দ্র ও ব্রিজ রাজ সিংয়ের ডিভিশন বেঞ্চ ‘জলি এলএলবি ৩’-এর টিজার, ট্রেলার দেখেছে। এর পরই চলচ্চিত্রটি মুক্তিতে সিলমোহর দিয়েছে। কারণ, ট্রেলারসহ গানের কোনো অংশ দেখেই মনে হয়নি যে দেশের প্রশাসন ব্যবস্থা বা আইনজীবীদের কোনোরকম অপমান করা হয়েছে। তাই অনায়াসেই এই সিনেমা বড় পর্দায় আসতে পারে।
এর আগে সিনেমাটির শুটিং বন্ধের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সেখানকার ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দ্রভান সিং রাঠোর। সম্প্রতি আবার ‘জলিএলএলবি ৩’-এর বিরুদ্ধে পিটিশন দাখিল করেন পুণের আইনজীবী ওয়াজেদ রহিম খান। এবার মামলাকারীর অভিযোগ, এরই মধ্যে ছবির অংশগুলো বিভিন্ন আইনজীবীর মন গভীরভাবে প্রভাব ফেলেছে। তবে সেসব মামলা একেবারেই খারিজ করে দিলেন আদালত।
উল্লেখ্য, এরই মধ্যে প্রকাশ্যে এসেছে জলি এলএলবি ৩-এর প্রথম ঝলক। দেখার পরই হাসিতে ফেটে পড়েছেন দর্শকরা। এবার অক্ষয়ের বিপরীতে দিয়েছেন আরশাদ ওয়ারসি। বিচারক ত্রিপাঠির চরিত্রে রয়েছেন সৌরভ শুক্লা।